Adsterra

ফারুকীর ‘৮৪০’ ওয়েব সিরিজে জায়েদ খান


ফারুকীর ‘৮৪০’ ওয়েব সিরিজে জায়েদ খান, ঢাকা ভয়েস, Dhaka Voice, মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, নাসির উদ্দিন খান, আশুতোষ সুজন, ধারাবাহিক নাটক ‘৪২০’

‘৮৪০ : এইট ফোরটি’ শিরোনামে নতুন এক ওয়েব সিরিজ নির্মাণ করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যেখানে অভিনিয় করছেন শোবিজের এ সময়ের আলোচিত অভিনেতা মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, নাসির উদ্দিন খান, জায়েদ খান ও আশুতোষ সুজন।


ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মাণ করা হচ্ছে সিরিজটি। এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন ওটিটি প্ল্যাটফর্মটির একটি সূত্র। 


যদিও এই প্রজেক্ট নিয়ে এখনই কোন মন্তব্য করতে রাজি হয়নি কেউ। বিষয়টি নিয়ে ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত কোনো তথ্য বলতে নারাজ। শুধু বলেছেন, শিগগিরই জানতে পারবেন। 


জানা গেছে, এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’। প্রায় ১৪ বছর আগের এই ধারাবাহিকটির এবার সিক্যুয়াল নির্মিত হচ্ছে। যাতে অভিনয় করছেন এই সময়ের ভাইরাল সব তারকাশিল্পীরা। ৪২০-এর ডাবল সংখ্যা নিয়ে এর নাম রাখা হয়েছে ‘৮৪০’; মানে ‘এইট ফোরটি’। বর্তমানে ঢাকার বাইরে চলছে এর শুটিং। 


মোস্তফা সরয়ার ফারুকী দুই দশকেরও বেশি সময় ধরে নির্মাণের সঙ্গে আছেন। নাটক-সিনেমা-সিরিজ-বিজ্ঞাপনচিত্রসবখানেই সমানতালে গল্প বলেছেন। সেই ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এর মাধ্যমে নিজেই হয়েছেন অভিনেতা। যা ৩০ নভেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.