Adsterra

গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারত করা যাবে ?

গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারত করা যাবে ? ঢাকা ভয়েজ,  dhaka voice;


কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া করা ও মৃত্যুর কথা স্মরণ করা সুন্নাত ও সওয়াবের কাজ। রাসুল (সা.) মাঝে মাঝেই সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন।


কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ ও শরিয়ত-নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রাসুল (সা.) কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন,


كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وتذكر الْآخِرَة

আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনানে ইবনে মাজা)


অপবিত্র বা গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারত করা নাজায়েজ বা নিষিদ্ধ নয়। যদিও এ অবস্থায় কবর জিয়ারত না করাই উত্তম। কোনো কারণে প্রয়োজন দেখা দিলে গোসল করতে দেরি হলে কবর জিয়ারতের আগে অন্তত অজু করে নেওয়া উচিত। গোসল ফরজ অবস্থায় কেউ কবর জিয়ারতে গেলে কোরআনের আয়াত পড়তে পারবে না, তবে মৃতের জন্য দোয়া করতে পারবে।

No comments

Powered by Blogger.