যত সমস্যা বাংলাদেশের স্টারলিংক ইন্টারনেটে
বাংলাদেশে আসবে ইলন মাক্সের স্টারলিংক ইন্টারনেট। খবরটা যতটা স্মার্ট মনে হচ্ছে আসলেই কি তাই? উত্তর খোঁজার আগে বাংলাদেশের ইন্টারনেট নিয়ে মানুষ কতটা সন্তুষ্ট তা জেনে নেয়া দরকার। জনসাধারণের মতে তারা আমাদের ইন্টারনেট ব্যবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। কিছু মানুষের অভিজ্ঞতা অনুযায়ী নেপাল, শ্রীলংকা এবং বাংলাদেশের মধ্যে আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থাই সবচেয়ে দুর্বল। এমন কি র্যাংকিং এ আমরা অনেক পিছনে।
তাদের মতে প্রতিদিন আমরা যে ব্যাসিক ইন্টারনেট ব্যবহার করি তা হয়তো ঠিকমত চলে যায়। কিন্তু যখনই আমরা বড় কোন ফাইল বা বড় ভিডিও ফাইল ডাউনলোড করতে যাই তখনই আমাদের অনেকটা সময় হাতে রেখেই ডাউনলোড করতে হয়।
রাজধানী ঢাকাতেই যেখানে ইন্টারনেটের সার্ভিস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না সেখানে বিকল্প সেবা তৈরি হলে হয়তো প্রতিযোগিতার দিক থেকে ভালোই হওয়ার কথা। সেখানে স্টারলিংক আদৌ কতটা উপযোগী সেই প্রশ্নতো থেকেই যায়।
মোবারক হোসেনের এর মতে স্টারলিংকে প্যাকেজ হলো ১১০ ডলার অর্থাৎ ১১ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক সাবসক্রিপশন ফি। এবং এর যে কস্টিং সেটার ওয়ান টাইম কস্ট হচ্ছে ৬০০ ডলার অর্থাৎ ৬০ হাজার থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত হচ্ছে ডিভাইসের কস্টিং। যা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী না। পাশাপাশি স্যাটেলাইটের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে স্পিড। এটার ডাউনলোড স্পিড হচ্ছে ৫০ এমবিপি এস এবং আপলোড স্পিড হচ্ছে ১০ এমবিপিএস। মানে বোথ ওয়ের যে কমিউনিকেশন আছে এ কমিউনিকেশনটা হচ্ছে মাত্র ২০% অর্থাৎ এখানে ফুল কমিউনিকেশনটা আপনি করতে পারছেন না।
স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের জন্য ডিসের মত একটি ডিভাইস বিদ্যুৎ দিয়ে চালু রাখতে হয় বসাতে হয় সম্পূর্ণ খোলামেলা জায়গায়। যার উপরে গাছ আসলেও বাধা তৈরি হবে। কোম্পানিটি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট দেওয়ার কথাই বলছে।
যুক্তরাষ্ট্রসহ আরও অন্যান্য দেশে এখনও এর খুব হাই রেটিং দেখা যাচ্ছে না। যদিও এর উন্নতির অপেক্ষায় গ্রাহকরা আছে কারণ স্পেইস এক্সের মত এটাও বেশ নতুন। যে ভিসেট প্রযুক্তি তারা ব্যবহার করছে সেটা বাংলাদেশের জন্য নতুন না।
মোবারক হোসেনের এর মতে স্যাটেলাইট ইন্টারনেট এক সময় বাংলাদেশে চলতো। কিন্তু এখন আমাদের এ অনুমোদনটা তুলে নেয়া হয়েছে লোকাল কোম্পানিগুলো থেকে। তাই ঐ কোম্পানিগুলোকে যদি অনুমতি দিয়ে দেয়া হয় তাহলে আর বাংলাদেশে স্টারলিংকের প্রয়োজন নেই।
No comments