ডিপ্রেশনে লুবাবা, ছেড়ে দিচ্ছেন মিডিয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখে শিশুশিল্পী সিমরিন লুবাবার একটি বক্তব্য অন্তর্জালে ভাইরাল হয়েছে। যেখানে সমালোচনা করা হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতির পর ডিপ্রেশনে ভুগছেন সিমরিন লুবাবা।
লুবাবার মা জেমি জানিয়েছেন, ‘আমার ছোট মেয়েটাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে ট্রল করা হচ্ছে, তাতে ও কষ্ট পাচ্ছে। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। এমনিতেই ও কিছুদিন পর মিডিয়াকে একদমই বিদায় জানাবে, আর এরমধ্যেই শুরু হয়েছে ট্রল।’
আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মা জাহেদা ইসলাম জেমি আরো বলেন, ‘আমার মেয়ে কেন্দে দিয়েছে বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের। ফলে ভাষায় ওইসব অঞ্চলের টান থাকবে এটা স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব।’
সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। একটি বিজ্ঞাপন করে সে শোবিজ অঙ্গনে ব্যাপক পরিচিতি পায়। নাটক ও টেলিভিশনে করেছে অভিনয়ও।
No comments