Adsterra

নিলামে মেসির বিশ্বকাপজয়ী জার্সি


নিলামে মেসির বিশ্বকাপজয়ী জার্সি, ঢাকা ভয়েস, Dhaka Voice, সোথবি, ম্যাচ জেতানো জার্সি, আর্জেন্টাইন অধিনায়ক, ইউএস টেক স্টার্টআপ, ইউএনআইসিএএস

ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজের আজন্ম স্বপ্নপূরণ করেছেন লিওনেল মেসি। সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফুটবল জাদুকর। তাঁর নেতৃত্বেই তিন যুগ পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনাও।


আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথে যে জার্সি পরে মেসি কাতার বিশ্বকাপে খেলেছেন সেই জার্সি এবার নিলামে তোলা হচ্ছে। ছয়টি জার্সির এক সেট আগামী ডিসেম্বরে নিলামে তোলার ঘোষণা দিয়েছে সোথবি নামে এক নিলামকারী প্রতিষ্ঠান। নিলাম আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।


মেসির জার্সিগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জেতার জার্সি। নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো জার্সি। আর রয়েছে সৌদি আরবের কাছে হেরে যাওয়া এবং মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে খেলা জার্সিও। এই জার্সিগুলো মানবিক উদ্দেশ্যে দান করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।


ইউএস টেক স্টার্টআপ এসি মোমেন্টোর সৌজন্যে জার্সিগুলো নিলামে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানটি ক্রীড়াবিদদের স্মৃতিচিহ্ন সংগ্রহ পরিচালনা করতে সহায়তা করে। মেসির জার্সিগুলোর আয়ের একটি অংশ ইউএনআইসিএএস প্রকল্পে দান করা হবে। এই প্রকল্পটি বার্সেলোনার শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া বিরল রোগে আক্রান্ত শিশুদের সহায়তা করে।


জার্সিগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি টাকার বেশি হবে বলে আশা করছে সোথবি। শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে ক্রীড়া স্মৃতিচিহ্নের সবচেয়ে মূল্যবান নিলামটা হবে এটি। কেননা এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রীত জার্সিটি হচ্ছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ ফাইনালে খেলা তাঁর জার্সিটি গত বছর ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছিল।


No comments

Powered by Blogger.