Adsterra

জয়ার হিন্দি সিনেমা আসছে জি ফাইভে

জয়ার হিন্দি সিনেমা আসছে জি ফাইভে,অনিরুদ্ধ রায় চৌধুরী, দশম অবতার, করক সিং,পঙ্কজ ত্রিপাঠী, ঢাকা ভয়েজ,  dhaka voice; ওটিটি,বলিউড,বিনোদন,


গত বছরের শেষের দিকে বলিউড মিশন শুরু করেন জয়া আহসান। সিনেমার নাম ‘করক সিং’। বানিয়েছেন ‘পিঙ্ক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। বাংলার বাইরে ক্যারিয়ারের প্রথম অন্য ভাষার সিনেমা, জয়া তাই শুরু থেকেই উচ্ছ্বসিত করক সিং নিয়ে। শুটিং শুরুর প্রায় এক বছর পর এল সিনেমাটির মুক্তির খবর। ভারতের কোনো সিনেমা হলে নয়, করক সিং মুক্তি পাচ্ছে ওটিটিতে।


গতকাল সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে এ বছরের শেষের দিকে আসছে করক সিং। এটি দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে জয়ার।


করক সিং সিনেমায় মুখ্য চরিত্রে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা করক সিং। অ্যামনেশিয়ায় আক্রান্ত এ কে শ্রীবাস্তব নামক এক চরিত্রের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এই চরিত্রটি অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে, বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য।


নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘একজন সাধারণ মানুষের প্রতি সরকারি কর্মকর্তার দায়িত্বের কথা বলবে করক সিং। সম্পর্কের গুরুত্বও দেখা যাবে।’ এ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রের ধারণা পাওয়া গেলেও জয়ার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি। জয়া আহসান বলেন, ‘এতে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই একধরনের রোমাঞ্চ কাজ করেছে। হ্যাঁ বলতে বেশি সময় নিইনি। কারণ, এটি বানাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আমি অনেক দিন ধরেই তাঁদের সঙ্গে কাজ করতে চাইছিলাম। প্রথম হিন্দি সিনেমায় তাঁদের একসঙ্গে পাওয়া আমার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’ 

সর্বশেষ দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। এর আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত জয়ার আরেক সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ও ব্যবসাসফল হয়েছে। সব মিলিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে জয়া আহসানের। 


কী নিয়ে করক সিং ? 

কলকাতার প্রেক্ষাপটে তৈরি এ সিনেমা মূলত থ্রিলার, যার ভাঁজে ভাঁজে থাকছে বাবা-মেয়ের সম্পর্ক ও সংঘাতের গল্প। পঙ্কজ ত্রিপাঠী ও সঞ্জনা অভিনয় করেছেন এ দুই চরিত্রে। শুটিংয়ে তাঁদের গেটআপ দেখে মনে হয়েছে, মধ্যবিত্ত পরিবারের গল্প। আরেকটু খোলাসা করে নির্মাতা বলেছেন, ‘বিপদের মুখে পড়লে সবাই কীভাবে এক জোট হয়ে কাজ করতে পারে, তারই বহুস্তরীয় একটি গল্প দেখা যাবে এ সিনেমায়।’ 


No comments

Powered by Blogger.