সিওপিডি কি? জেনে নিন এই রোগের লক্ষণগুলো...
সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের প্রদাহজনিত রোগ। এই রোগটি একবার হলে আস্তে আস্তে বাড়তে থাকে। যারা ধূমপান বেশি করেন, তাদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এ ছাড়া বায়ুদূষণ, ধুলোবালি, অস্বাস্থ্যকর জীবন ও পরিবেশের কারণে এই রোগ হতে পারে ৷ এ বছর এই দিবসের প্রতিপাদ্য হলো 'শ্বাসই জীবন - তাই আগেই ব্যবস্থা নিন' (Breathing is Life - Act Earlie)।
সিওপিডি একটি দীর্ঘমেয়াদী রোগ। এই রোগে রোগীর কাশি, কফ, শ্বাসকষ্ট, ওজন কমার মতো নানা উপসর্গ দেখা যায়। এ রোগে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হন না। আমাদের মধ্যে আনেকেই আছেন যারা প্রাথমিকভাবে এই রোগকে খুব বেশি পাত্তা দেন না। তাই এই রোগ তাড়াতাড়ি বাড়াবাড়ির পর্যায়ে ছড়িয়ে পড়ে। ফলে দীর্ঘদিন রোগীরা এ রোগে ভুগতে থাকেন। আসুন এই রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক।
লক্ষণ
এই রোগে আক্রান্তদের দীর্ঘদিন ধরে কাশি থাকতে পারে। কাশির সঙ্গে কফ উঠতে পারে। এর সঙ্গে দেখা দেবে শ্বাসকষ্ট। আর ধীরে ধীরে শ্বাসকষ্টের প্রকোপ বাড়তে থাকবে। এ ছাড়া বয়স বেশি হলে সিওপিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই বয়স্কদের শ্বাসকষ্ট হলে সিওপিডি চিকিৎসা করাতে হবে।
১. রোগীকে শ্বাস–প্রশ্বাসের ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। এবং নিয়মিত এই ব্যায়াম করতে হবে।
২. রোগীকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। কারণ এই রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান।
৩. রোগীর চিকিৎসার পাশাপাশি জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
৪. রোগীকে যতটা সম্ভব ধুলো-ধোঁয়া এড়িয়ে চলতে হবে।
৫. এই রোগের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।
No comments