Adsterra

ভালো ছেলেরা শুধু বন্ধু হয়েই থেকে যায়! কেন প্রেমিক হতে পারে না ?


ভালো ছেলেরা শুধু বন্ধু হয়েই থেকে যায়! কেন প্রেমিক হতে পারে না, ঢাকা ভয়েস, Dhaka Voice, ভালো ছেলেরা মনের কথা প্রকাশ করে উঠতে পারেন না, Hot News

“ছেলেটা ভালো, কিন্তু ও তো বন্ধু!”, “শোন তুই শুধুই আমার বন্ধু, অন্য কিছু ভাবা সম্ভব নয়” —এমন কথা কম-বেশি ছেলেদের শুনতেই হয়। তারপর ‘ভালো মানুষ’ হয়ে বন্ধুর তালিকায় থেকে যেতে হয়। হ্যাঁ, সিনেমায় “এক ছেলে এক মেয়ে কখনোই বন্ধু হতে পারে না”। কিন্তু বাস্তব বড় কঠিন। বিশেষ করে ‘ভালো ছেলে’দের জীবনে। কেন প্রেয়সীর চোখে প্রেমিক হয়ে উঠতে পারেন না তারা?


বেশিরভাগ সময় ছেলেরা মনের কথা প্রকাশ করে উঠতে পারেন না। তাতে যদি বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়? এই ভয় পান তারা। কিন্তু মনের কথা মনে রেখে দিলে যে কেউ বুঝতে পারবে না। নিজের আচার-ব্যবহারে একটু ইঙ্গিত দিতেই পারেন। তাতে কিছুটা ধন্ধ কাটবে।

আত্মবিশ্বাসের অভাব। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ছেলেদের নিজের সম্পর্কে সম্যক ধারণা থাকে না। স্বপ্নের নারী যে তার প্রেমিকা হতে পারে, এমনটা ভাবতেও পারেন না তারা। দেখুন, ভাবাটা প্র্যাকটিস করুন। কারণ বিশ্বাসে মিলায় প্রেম।

যদি মুখের উপর না করে দেয়, তাহলে মান-সম্মান সবই তো চলে যাবে! এমন ভয় ছেলেদের মনের ভিতরে থাকে। থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু বন্ধু! ভয়কে জয় করলেই তো প্রেমিক হয়ে প্রেম যমুনায় সাঁতার কাটতে পারবেন।

ভালো মনের মানুষজন নিজের থেকে বেশি অন্যের ইচ্ছে-অনিচ্ছের পরোয়া বেশি করেন। তা ভালো, তবে আপনারও তো কিছু গুরুত্ব রয়েছে। সবসময় এক ডাকেই ছুটে যাবেন না। অন্যকেও একটু আপনার গুরুত্ব বুঝতে দিন। নইলে কদর থাকবে না।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.