Adsterra

মাথা ব্যথা নিরাময়ে কার্যকরী ৫ দোয়া

মাথা ব্যথা নিরাময়ে কার্যকরী ৫ দোয়া, ঢাকা ভয়েস, Dhaka Voice, সুরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াত, হিজামা চিকিৎসা, আপেল খাওয়া, সুরা তাকাসুর তেলাওয়াত


মাইগ্রেনের ব্যথা অথবা মাথা ব্যথা হয়নি এমন মানুষ পাওয়া কঠিন। পৃথিবীতে প্রতি ৩ জনের ১ জনের রয়েছে এ সমস্যা। ওষুধে অভ্যস্ত না হয়ে কোরআনিক আমলের মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।


অনেকেই ওষুধ না খেয়ে মাইগ্রেনের ব্যথা অথবা মাথা ব্যথা সহ্য করেন। ওষুধ খেলেও সাইড এফেক্ট থাকে অনেক বেশি। আজ ৫টি কোরআনিক আমল বলব যেগুলো আপনার মাথা ব্যথা দূর করতে সাহায্য করবে।


মাথা ব্যথার ৫ দোয়া

১. সুরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াত পাঠ

সুরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াতটি মাথাব্যথার দোয়া। এই আয়াতটি বেশ কয়েকবার পাঠ করতে পারেন। যদি সম্ভব হয় ৩৩ বার পাঠ করুন। পাশাপাশি আপনি সুরা ফাতিহা, আয়াতুল কুরসিসহ নিম্নোক্ত আয়াত পাঠ করলে মাথাব্যথা দূর হবে।


لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ (লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনযাফুন) অর্থ: যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। (সুরা: ওয়াক্বিয়া, আয়াত: ৫৬)


২. হিজামা চিকিৎসা

হিজামা একটি প্রাচীন চিকিৎসা। শেষ নবী মুহাম্মদ সা. এ চিকিৎসা করেছেন, পরামর্শও দিয়েছেন। হিজামা সম্পর্কে হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত: ‘যদি প্রতিকার হিসেবে ব্যবহার করার মতো চমৎকার কিছু থাকে, তবে তা হলো হিজামা।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর ৩৪৭৬, আবু দাউদ, হাদিস নম্বর ৩৮৫৭) অন্য হাদিসে আছে, রাসুল সা. বলেছেন, ‘সর্বোত্তম চিকিৎসা হলো হিজামা, এটি দূষিত রক্ত ​​দূর করে, পিঠকে হালকা করে ও দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে।’ (আল-হাকিম ৪/২১২, তিরমিজি ৩০৫৩)


৩. আপেল খাওয়া

আপেল এমন একটি ফল যা আপনার অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে তোলে। মস্তিষ্কের দুর্বলতা কাটিয়ে নেয়। আপেল হতে পারে মাইগ্রেন নিরাময়ের অন্যতম সেরা ঘরোয়া প্রতিকার।


৪. সুরা তাকাসুর তেলাওয়াত

সুরা তাকাসুর পাঠে মাথাব্যথা নিরাময় হয়। তবে এক হাদিসে উল্লেখ করা হয়েছে, এই সুরাটি যে মন দিয়ে পাঠ করবে তাৎক্ষণিকভাবে মাথাব্যথা ভালো হয়ে যাবে।

রাসুল সা. একবার জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার আয়াত পাঠ করতে পারবে? সাহাবা রা. বললেন, কার সামর্থ্য আছে?

রাসুল সা. আবার বললেন ‘তোমাদের মধ্যে কেউ কি পড়তে পারবে না? সুরা তাকাসুর যে একবার পাঠ করবে , তার এক হাজার আয়াত পাঠের সাওয়াব হবে)’। (মুস্তাদরাকে হাকিম, মিশকাত ২১২৫)


৫. সুরা ফাতিরের ৪২ নম্বর আয়াত পাঠ 

وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَى مِنْ إِحْدَى الْأُمَمِ فَلَمَّا جَاءهُمْ نَذِيرٌ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا

 তারা জোর শপথ করে বলত, তাদের কাছে কোনো সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোনো সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎপথে চলবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল। (সুরা: ফাতির, আয়াত ৪২)

এ আয়াত সম্পর্কে জানা যায় হজরত জাফর সাদিক (রহ.) থেকে। তিনি তার মেয়ের মাথাব্যথা হলে সুরা ফাতিরের ৪২ নম্বর আয়াতটি পাঠ করতেন।


মাথাব্যথায় কার্যকরী দোয়া সম্পর্কে আমরা আলোচনা করলাম। অনেকের ভিন্ন কারণেও ব্যথা হতে পারে, অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। চিকিৎসা গ্রহণ করা রাসুল (সা.)-এর সুন্নাহ।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.