Adsterra

বড়লোকেরা আমার স্বজন

বড়লোকেরা আমার স্বজন, সায়হাম রহমান, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস, Dhaka Voice,


বড়লোকেরা আমার স্বজন

- সায়হাম রহমান 

ঢাকার বুকে ওদের ছ'তলা বাড়ি,শপিংমলে চার-পাঁচটা দোকান,
ব্যাংকে কোটি কোটি টাকা ঘুমায়।
ইচ্ছা হইলেই পুজিবাদী রেস্তোরাঁয় যায়।
পথের কুকুরগুলা ওদের দিকে হা কইরা তাকায়।
ভিক্ষুকেরা ভিক্ষা চাইলে ওরা মাফ চায়।
পকেট ওদের হা কইরা থাকে;
যখন কোথাও পছন্দের কিছু দ্যাখে।
প্রয়োজন একটা হইলে দশটা গিলে;ওরা গরীব।
ওদের দ্যাখলে আমি নাক সিটকাই;পথের ধুলাবালি,ময়লা-টয়লা যেনো।
ওদের কথা মনে পড়লেই তামাশা করি;কারণ ওরা গরীব।
রাস্তায় পড়ে আছে—
ঘুম,নাওয়া-খাওয়া,পোশাক-আশাক,জীবন।
ওদের বাসায়—
বড় ডাইনিং নাই,বড় টিভি নাই,জামা দুইটার জায়গায় দশটা নাই,
জ্ঞানার্জনের ক্ষুধা আছে;ওরা বড়লোক।
দুনিয়াতে এই দুই শ্রেণি থাকে হায়।
এইখানের বড়লোকেরা আমার স্বজন-ভাই।




No comments

Powered by Blogger.