Adsterra

বণিক বাড়ি, মস্তফাপুর, মাদারীপুর

বণিক বাড়ি, মস্তফাপুর, মাদারীপুর, ঢাকা ভয়েজ,  dhaka voice;

বণিক বাড়ি, মস্তফাপুর, মাদারীপুর।

মস্তফাপুর ব্রিজের কোল ঘেষে একটি পিচঢালা রাস্তা সেই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদী, আর এই কুমার নদীকে কেন্দ্র করেই এই এলাকায় আভিজাত্যের ছোঁয়া লেগেছিলো। তৎকালীন হিন্দু অনেক বড় ব্যবসায়ীরা এখানে স্থায়ী ঘাটি গেথেছিলো।

বণিক বাড়ি, মস্তফাপুর, মাদারীপুর, ঢাকা ভয়েজ,  dhaka voice;


মস্তফাপুর থেকে ভ্যান নিয়ে আমি ছুটে চললাম ইতিহাসের খোজে। ব্রীজের পাশঘেষা রাস্তা দিয়ে মিনেট পাঁচেক গেলেই চোখে পরবে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বণিক বাড়ি।দ্বিতল কয়েকটি ভবন আছে এই বাড়িতে। সবগুলো ভবনে মানুষের বসবাস রয়েছে যদিও সবগুলোর অবস্থাই খুবই ভঙ্গুর। এই বাড়িটির গোড়াপত্তন কে করেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হয় কয়েকজন বড় ব্যবসায়ীরা মিলে এই বণিক বাড়ির গোড়াপত্তন করেন।ভবনের স্হাপত্যশৈলী দেখে যা বোঝা গিয়েছে আজ থেকে দেড়শো বছর আগে হয়তো নির্মাণ করা হয়েছিলো।

বণিক বাড়ি, মস্তফাপুর, মাদারীপুর, ঢাকা ভয়েজ,  dhaka voice;



লিখেছেন ঃ বোহেমিয়ান ফয়সাল

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.