Adsterra

মেকআপে তিন ভুল কখনই নয়

মেকআপে তিন ভুল কখনই নয়, ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news, update news, somoy news, Featured,ফ্যাশন,


নিজেকে সবার কাছে আকর্ষণীয় করে তুলতে মেকআপের বিকল্প নেই। কিন্তু আপনি কি জানেন, এই মেকআপের কারণেই আপনি অন্যদের কাছে ‘মেকআপ সুন্দরী’ নামে পরিচিত এবং সমালোচিত হতে পারেন?


তাই মেকআপ করার সময় এমন কোনো ভুল করবেন না যা আপনাকে অন্যদের কাছে আকর্ষণীয় না করে বরং উল্টো করে তোলে সমালোচিত। জেনে নিন, মেকআপের সেই তিন ভুলগুলোকে যা আপনি এড়িয়ে চলবেন।


১। বেশি মেকআপ করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু এ ভুল আমরা হরহামেশাই করি। এতে আপনাকে সুন্দরী নয়, বরং জোকার লাগে। তাই চেষ্টা করুন কম মেকআপ ব্যবহার করেই আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে।

 

২। অনেকেই মুখের গাল আর চিবুকের অংশে ব্লাশ ব্যবহার করেন। এই ব্লাশ ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ এতে আপনার ন্যাচারাল সৌন্দর্য থাকে না। মেকআপে চলে আসে আর্টিফিশিয়ালের ছাপ।

 

৩। মুখের সাথে মিল রেখে আই ভ্রু আঁকতে সতর্ক অনেকেই থাকেন না। অনেকেই ভ্রু আঁকেন বেশ মোটা আর গাঢ় করে। এই ভুলও করা যাবে না। মাঝারি আকারে ভ্রু আঁকুন। ভ্রু আঁকতে কাজল নয় বরং বেছে নিন কালো আইশ্যাডোকে।

 

এই তিন ভুল এড়িয়ে মেকআপ করলেই সবার নজরে পড়বেন আপনি। আপনার মেকআপে যেমন আসবে ন্যাচারাল লুক তেমনি বাড়বে আভিজাত্য। ঠোঁটে নুড রংয়ের লিপস্টিক ব্যবহার এ আভিজাত্যকে বাড়িয়ে তোলে আরও কয়েকগুণ। 

No comments

Powered by Blogger.