প্রেম ও গীত
প্রেম ও গীত
লিখেছেন - সাইদুল ইসলাম সায়মন
আমি তোমারও পানে চাহিয়া হাজারো
সুখের-ও অন্ত খুজিয়া মরি
আমি রাতেরও আঁধারে তোমারে লইয়া
রঙিন কাব্য সাজাই,
তোমার হাজারো ভরসা লইয়া মন সাজাইয়াছি
ঘোর বরষায় তোমারে আমি মনে ধরিয়াছি।
আমি তোমারও বিরহে বাসনা করিয়া
তোমারে কাব্যে লিখিয়াছি--
আমি তোমারে ভালোবাসিয়াছি।
আমি তোমারি প্রেমলীলা দেখিবার তরে
বীণা বাজাইয়াছি, আহা বীণা বাজাইয়াছি,
প্রেমকালে তুমি দিও গো দেখা
আমি অন্দরালয়ে তোমারে বধূ রুপে সাজাইয়া
চক্ষুডোরে বাধিয়া রাখিব,
ওগো তোমারে ভালোবাসিব।
আমি ঘুম নিবাসনে তোমারে স্বপনে দেখিলাম
নুপুরের শব্দ কানে ভাসিল
তোমারও নিশ্বাস কানে শঙ্খের মতো বাজিল,
বাহিরের বর্ষনে জানালার ধার ঘেঁষে
মসৃণ বাতাসের কঙ্কণ আমি শুনিয়াছি,
আমি শুনিয়াছি প্রেমেরও গীত।
তুমি যত দূরে থাক, তত ভালোবাস
যত দূরে দেখো, তত কাছে আসো
আমি তোমারে হৃদয়ও গোপনে বাধিয়া রাখিলাম
কাউরে লইতে দিব না, আমি তোমারে বাধিয়া রাখিব,
জন্ম জন্মান্তরে আমারই হইয়া থাকিও,
আমি তোমারও লাগি প্রেমেরও গীত সাজাইয়াছি
আমার পরানের তরে তোমারে দেখিব,
ভালোবাসিব, শরতের দিনে।
বাসন্তি হইয়ো, বসন্তের রাত্রিতে, বাতাসে বাতাসে-
শিখিনী বেশে শীতের দিনে রোদপোহাতে আসিও
আমি তোমারি জন্যে রোদ সাজিব, নদীরও ধারে।
ওগো অস্বর্যা, তুমি অসামান্য, বুদ্ধিমতী নারী
আমি তোমারে হৃদয়োমাঝে রাখি
তুমি লইয়ো আমার নজরও কারি,
আমি তোমারে ভীষণরকম ভালোবাসি।
মেঘ ধরিয়াছে হৃদয়ও আকাশে
বরিষা নামিল তোমারও নামে
আমি তোমার লাগি প্রেমেরও গীত লিখিয়াছি -
ওগো গাহিয়াছি,
আমি তোমারে তারকার সাক্ষীতে
তোমারে ভালোবাসিয়াছি, তোমারে বাধিয়াছি
ওগো তোমারে ভালোবাসিয়াছি।
No comments