অনুভূতির শোক সংবাদ
- সুমাইয়া রিমি
আপনি জানেন?
কতটা মন খারাপে মানুষ
প্রিয় জিনিসের প্রতি আসক্তিহীন হয়ে পরে?
আপনি কি জানেন?
কতটা কষ্ট পেলে মানুষ
অনুভূতি হারিয়ে নির্বাক হয়ে পরে?
আপনি জানেন?
কতটা একলা হলে মানুষ
নিজের সাথে কথা বলতেও ভুলে যায়।
আপনি কি জানেন?
কতটা প্রতারিত হওয়ার পর মানুষ
সঙ্গীহীন একলা পথের পথিক হয়ে পরে।
আপনি জানেন?
বিষন্নতার কোন পর্যায়ে মানুষ
আত্মহননের পথ বেছে নেয়?
আপনি কি জানেন?
কতটা দুঃখ পেলে মানুষ
দুঃখকে আপন করে নিয়ে বাঁচতে শিখে যায়?
সুযোগ পেলে দুঃখকে বরণ করে নিয়ে
দুঃখ বিলাসে মেতে ওঠে?
আপনি হয়তো জানেন না।
আপনার জানার কথাও না।
কেউ হয়তো কখনো আপনার প্রিয় হয়ে ওঠেনি।
হয়তো আপনার প্রিয় মানুষের তালিকা শূন্য।
আপনার অনুভূতি নেই।
আপনি কারো সঙ্গে কথা বলেন না।
আপনি সঙ্গীহীন একলা মানুষ।
তাই সঙ্গী হারানোর শোক আপনাকে কাবু করে না।
বিষন্নতা কখনো আপনাকে গ্রাস করেনা।
দুঃখও আপনাকে ভয় করে চলে।
এক মানবীর অনুভূতির শোক সংবাদ তাই কেউ আজ আপনাকে জানায়নি।
আপনার জানার কথাও না।
No comments