Adsterra

ছয়গাও জমিদার বাড়ি। ছয়গাও, লাকার্তা, শরীয়তপুর

ছয়গাও জমিদার বাড়ি, লাকার্তা, শরীয়তপুর, সিকদার বাড়ি, খান বাহাদুর খলিলুর রহমান, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঢাকা ভয়েজ,  dhaka voice;

ছয়গাও জমিদার বাড়ি। ছয়গাও, লাকার্তা, শরীয়তপুর।

এই বাড়িটিও সিকদার বাড়িরই খান বাহাদুর খলিলুর রহমান কতৃক নির্মিত। এই বাড়িটি ভারত থেকে টাইলস এনে লাগানো হয়েছিলো।দ্বিতল এই ভবনটিতে এখনো মানুষ বসবাস করে। শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান খোকা সিকদার এই বাড়ির বর্তমান মালিক। এই বাড়িটি ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মান করা হয়েছে।তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতাকামী কয়েকজন প্রখ্যাত নেতার আবাসস্থল ছিল এই জমিদার বাড়িটি। অর্থাৎ তারা এই জমিদার বাড়ির বংশধর ছিলেন। যার ফলস্বরূপ ১৯৩০ - ১৯৩৪ সাল পর্যন্ত এখানে ভারত ব্রিটিশ সরকারের সেনাঘাটি ছিল।


ছয়গাও জমিদার বাড়ি, লাকার্তা, শরীয়তপুর, সিকদার বাড়ি, খান বাহাদুর খলিলুর রহমান, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঢাকা ভয়েজ,  dhaka voice;


ছয়গাও জমিদার বাড়ি, লাকার্তা, শরীয়তপুর, সিকদার বাড়ি, খান বাহাদুর খলিলুর রহমান, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঢাকা ভয়েজ,  dhaka voice;



লিখেছেন ঃ বোহেমিয়ান ফয়সাল

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.