Adsterra

সাহা বাড়ি/হাওলাদার বাড়ি। ঝাউদি, মাদারীপুর সদর, মাদারীপুর

সাহা বাড়ি, হাওলাদার বাড়ি। ঝাউদি, মাদারীপুর, স্বধন সাহা, স্বাধু সাহা, সরকারী নাজিমউদ্দিন কলেজ, অধ্যাপক আনোয়ার হোসেন, কুলপদ্দি, কুলিন বংশ,

সাহা বাড়ি/হাওলাদার বাড়ি। ঝাউদি, মাদারীপুর সদর, মাদারীপুর।

কুলিন বংশের এক হিন্দু ভদ্রলোকের নাম অনুসারে এই অঞ্চলকে "কুলপদ্দি" নাম রাখা হয়। আদিকাল থেকে এই জায়গায় অনেক হিন্দু সম্ভ্রান্ত পরিবারের লোকের বসবাস ছিল যার বেশির ভাগ লোকই পেশায় ছিল বণিক। স্বধন সাহা এবং স্বাধু সাহা নামের দুই ভাই এই বাড়িটি নির্মাণ করেন। "সাহা বাড়ি" নামে স্থানীয় লোকদের কাছে পরিচিত ছিল।
বাড়ির মালিক স্বাধু সাহা ও স্বধন সাহা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের অত্যাচারের ভয়ে দেশত্যাগের পূর্বে বাড়িটি বিক্রয় করতে সমর্থন হয়ে কলকাতায় চলে যান। বর্তমানে এই বাড়িটি মালিকানাধীন (ক্রয় কৃত) সরকারী নাজিমউদ্দিন কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন এবং তার পদবি হাওলাদার হাওয়ায় বর্তমানে এই বাড়িটিকে "হাওলাদার বাড়ি" বলা হয়।


সাহা বাড়ি, হাওলাদার বাড়ি। ঝাউদি, মাদারীপুর, স্বধন সাহা, স্বাধু সাহা, সরকারী নাজিমউদ্দিন কলেজ, অধ্যাপক আনোয়ার হোসেন, কুলপদ্দি, কুলিন বংশ,


লিখেছেন ঃ বোহেমিয়ান ফয়সাল

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.