Adsterra

ভিন্নাইতান্ডি ভারুভায়া

 

ভিন্নাইতান্ডি ভারুভায়া, ঢাকা ভয়েস, Dhaka Voice, ভিন্নাইতান্ডি ভারুভায়া সিনেমাটি ২০১০ সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত, Today Trending News, Hot New

ভিন্নাইতান্ডি
ভারুভায়া 

গৌতম মেনন পরিচালিত ভিন্নাইতান্ডি ভারুভায়া সিনেমাটি ২০১০ সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত রোমান্টিক জনরার একটি সুপারহিট সিনেমা। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সিলামবারাসান এবং তৃষ্ণা কৃষ্ণন। কার্তিক ইঞ্জিনিয়ারিং পড়াশুনা শেষ করে একটি সিনেমার প্রোডাকশন হাউজে সহকারী পরিচালকের কাজ করে। এত ভালো বিষয়ে পড়াশুনা করেও সিনেমায় কাজ করা তার পরিবার এবং আত্মীয়-স্বজন বিষয়টাকে মোটেও বিষয়টাকে সহজভাবে নেয়না। কার্তিক কাজের ছুটিতে তার বাড়ি বেড়াতে আসে সাথে তার পরিচালকের কাছ থেকে নতুন সিনেমার প্লট খুজার এসাইংমেন্ট নিয়ে আসে। কার্তিকদের বাড়িতে নতুন ভাড়াটিয়ার আগমন হয় এবং সেই বাড়িতে জেসি নামের একজন যুবতি অবিবাহিত মেয়ে থাকে। জেসি খ্রিস্টান ধর্মালম্বী। সে বয়সে কার্তিকের চেয়ে বড় এবং একজন স্বাধীনচেতা নারী। কার্তিক তার সাথে বন্ধুত্ব গড়ার চেষ্টা করে। শুরুতে জেসি রাজি না হলেও সে কার্তিকের চিন্তা ভাবনাকে সমর্থন করে এবং তার বন্ধুত্বের প্রস্তাবে সাড়া দেয়। জেসি কাজের প্রয়োজনে ট্রেনে করে অন্য শহরে যায় এবং তার সাথে কার্তিকও যায়। তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে কিন্তু জেসির হঠাত মনে হতে থাকে সে কার্তিকের চেয়ে বয়সে বড় এবং তার সমাজ, ধর্ম বিশ্বাস সব কিছুই আলাদা এবং তার সামনে বিয়ের কথা চলছে। সেই পাপবোধ থেকে সে কার্তিকের সাথে সম্পর্ক ছিন্ন করে দেশের বাহিরে চলে যেতে চায়। অর্থাৎ জেসি এক ধরনের মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলো। কার্তিক তার এই এক তরফা প্রেমের গল্পটা তার পরিচালককে শুনায় এবং পরিচালক তখন সিদ্ধান্ত নেন তিনি এই বাস্তব ঘটনার উপরই সিনেমা বানাবেন। তাই তারা জেসির সন্ধান করতে থাকে। তবে পরিচালক জেসির খোজ না পেয়ে হাল ছেড়ে দেন এবং তিনি কার্তিককে জানান যে তার পক্ষে এই প্রোজেক্ট করা সম্ভব নয়। কার্তিক চাইলে নিজে চেষ্টা করে বানাতে পারে। কিন্তু কার্তিক হাল ছেড়ে দেয়নি, সে প্রোডিউসার পেয়ে যায় এবং জেসির খোজ করতে ইংল্যান্ড চলে যায়। একদিন পার্কে হাটতে গিয়ে কার্তিক এবং জেসির দেখা হয়। কার্তিক জানতে পারে জেসি আসলে অবিবাহিত এবং সে কার্তিকের সাথে সম্পর্কে না জড়াতেই মিথ্যা বিয়ের খবর দিয়েছে। কার্তিক জানায় সে সিনেমার গল্প পেয়ে গিয়েছে যার বিষয় তাদের এক পাক্ষিক প্রেমের সেই দিনগুলো। কার্তিকের স্বপ্ন পূরণ হতে চলেছে জেনে জেসি খুব উচ্ছ্বসিত হয় এবং সে জানায় কার্তিক যদি সত্যিই সিনেমাটা বানাতে পারে তবে তারা একসাথে বাকি জীবন পার করবে। এরপর কি ঘটে তাদের জীবনে এটা জানতে হলে এই সিনেমাটি আপনাকে দেখতে হবে। এই সিনেমার বলিউড ভার্সনও বেরিয়েছিলো যার নাম ছিলোএক দিওয়ানা থা এই সিনেমাটিও গৌতম মেনন পরিচালনা করেছিলেন এবং সিনেমায় প্রতীক বাবর এমি জ্যাকসন অভিনয় করেছিলেন কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরে।


চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

 

follow our Facebook page DHAKA Voice

follow our Twitter account Dhaka Voice 

No comments

Powered by Blogger.