Adsterra

বুধবার শাহজালালের মাজার জিয়ারত দিয়ে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু

বুধবার শাহজালালের মাজার জিয়ারত দিয়ে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু, ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news,


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর বুধবার সিলেটে হজরত শাহজালাল (রা.) ও শাহপরান (রা.) -এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রগুলো জানায়, আগামী বুধবার সকালে তিনি সিলেট যাবেন। সেখানে হজরত শাহজালালের মাজার এবং এরপর হজরত শাহপরানের মাজার জিয়ারত করবেন।


বিকালে তিনি আলিয়া মাদরাসা মাঠে জনসভা করবেন। যেটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার প্রথম জনসভা।


প্রধান বিরোধী দল বিএনপি এবারের নির্বাচনে অংশগ্রহণ না করায় জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনে তৃণমূল বিএনপি, বিএনএম, সুপ্রিম পার্টি ও কল্যাণ পার্টিসহ মোট ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।


মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হয় ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল (১৭ ডিসেম্বর)।


৬ থেকে ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হয় এবং ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


১৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত (ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত) নির্বাচনী প্রচারণা চালানো যাবে।


নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।


No comments

Powered by Blogger.