অপ্রাপ্তিতেই পূর্ণতা
অপ্রাপ্তিতেই পূর্ণতা
লিখেছেন - সুমাইয়া রিমি
ছেড়ে যাওয়া মানুষগুলো হারহামেশাই জিতে যায়।
যে মানুষগুলো হতে প্রাপ্ত শত সহস্র মানসিক আঘাতে বারংবার জর্জরিত হতে হয়,
দিনশেষে তাদেরকেই মনে রাখা হয়।
নিষ্ঠুরতার চরম পর্যায়ে উপবেশন করার পরেও মানবহৃদয় তাদের জন্যই পোড়ে।
পুড়ে ছারখার হয়।
কারণে অকারণে বিস্তৃত অতীত ঘেটে আয়োজনের সহিত তাদেরকেই স্মরণ করা হয়।
অতীতের তালিকায় স্থানপ্রাপ্ত এসব মানুষেরাই হয়তো জয়ী হয়।
বিপরীতে কিছু মানুষ অর্থাৎ যারা থেকে যায় তাদের ভাগ্য -
অতোটা সুপ্রসন্ন নয় যে মানুষ তাদেরকে সচরাচর প্রাধান্য দিবে বা মনে স্থান দিবে।
থেকে যাওয়া মানুষচরিত্র বরাবরই সহজলভ্য।
সহজলভ্য ব্যক্তি বা বস্তুতে স্বভাবতই বিরক্তি আসাটা তো আর অস্বাভাবিক নয়।
যদিও ছেড়ে যাওয়া মানুষের থেকেই বিষাদের উৎপত্তি,
তবু মানব অন্তকরণ অনুভূতির একটা বিশেষ অংশ এসব মানুষের জন্যই পুষে রাখে।
প্রাপ্য অংশের ভাগ তাদের নিকট পৌঁছাক অথবা না পৌঁছাক,
জয় কিন্তু তাদেরই, যারা ছেড়ে যায়।
ছেড়ে যাওয়া মানুষগুলোই বোধ হয় প্রকৃত সৌভাগ্যবান/সৌভাগ্যবতী।
নিষ্ঠুরতার চরম সাক্ষী হওয়ার পরেও মানুষ তাদেরকেই মনে রাখে।
অপরপক্ষে থেকে যাওয়া সহজলভ্য মানুষগুলো মাত্রই অবহেলার পাত্র।
অর্থাৎ পূর্ণতা কোথায় জানেন?
অপ্রাপ্তিতেই পূর্ণতা।
No comments