Adsterra

শহীদ বুদ্ধিজীবী দিবসে যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news, update news, somoy news,


আগামী ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন। এ জন্য কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।  


মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা, ভ্যান ইত্যাদিকে মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো–


বিকল্প সড়ক : 

১. যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়ীবাঁধ দিয়ে মিরপুর আসবে, সেগুলোকে নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করত হবে।


২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহনকে টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করতে হবে।


৩. যেসব যানবাহন মিরপুর–১০ নম্বর থেক মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর–১ নম্বর থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।


নাগরিকদের উল্লেখিত সময়ে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।


No comments

Powered by Blogger.