Adsterra

যে ছোট্ট দোয়া বেশি বেশি পড়তেন নবীজি


যে ছোট্ট দোয়া বেশি বেশি পড়তেন নবীজি, ঢাকা ভয়েস, Dhaka Voice, বিশ্বনবির পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা, Today Trending News, Top News

দোয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। দোয়ার বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াকে ইবাদত বলেছেন। আবার দোয়াকে ইবাদতের মূল বলেছেন।


প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর কাছে প্রতি কাজের বিষয়ে দোয়া করতেন। তিনি উম্মতের জন্য অনুকরণীয় আদর্শ। বিশ্বনবির পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা।

 

উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ সম্পদ দীন ও ঈমান। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের ওপর অটল ও অবিচল থাকার জন্য সব সময় আল্লাহর রহমত প্রার্থনা করতেন।

 

উম্মুল মুসলিমিন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন। তখন তিনি এ দোয়াটির কথা উল্লেখ করেন। আর তা হলো-

 

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ উচ্চারণ : ‘ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব; সাব্বিত ক্বলবি আ’লা দীনিক।’

 


অর্থ : হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর দৃঢ় ও মজবুত রাখো।’ (তিরমিজি ৩৫২২, মিশকাত)

 

আল্লাহ তাআলা মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নিজের জন্য এবং তার উম্মতের জন্য শিক্ষা স্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।

 

দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দোয়া সম্পর্কে পবিত্র কোরআনের সুরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া কর। আমি তোমাদের দোয়া কবুল করব।’ সুতরাং মুমিন বান্দার উচিত আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আল্লাহর কাছে যে চায় আল্লাহ তার উপর খুশি হোন। আর যে চায় না তার উপর অসন্তুষ্ট হোন। 

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.