Adsterra

বান্দরবানের কোথায় যাবেন কোথায় যাবেন না


বান্দরবানের কোথায় যাবেন কোথায় যাবেন না, ঢাকা ভয়েস, Dhaka Voice, রোয়াংছড়ি নিষেধাজ্ঞা হয়েছে, Today Trending News, Today Viral News, Hot News,

প্রকৃতির অপার সৌন্দর্যের তীর্থভূমি বান্দরবান। জেলার সাত উপজেলায় অসংখ্য পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়ে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। তবে, বিশেষ করে নিরাপত্তার কারণে অনেক পর্যটন স্পটে ভ্রমণের ওপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা।


গত বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এখন রোয়াংছড়ি ছাড়া সব উপজেলার জন্য গত ১৪ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিভিন্ন পর্যটন স্পটের জন্য এখনো বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


যেখানে যেতে নেই মানা

বান্দরবান সদরের নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, প্রান্তিক লেক, রামজাদি, মেঘলা, গোল্ডেন বুদ্ধ মনাস্টোরি বিহার।

রুমা উপজেলার রিজুক ঝরনা

লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি, নুনার ঝিরি ঝরনা

নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন লেক, শৈলচূড়া

আলীকদম উপজেলার মারাইতং, আলীর সুড়ঙ্গ, দামতুয়া, তাংমাইন, পালংখিয়ং ও রূপ মুহুরি ঝরনা, কুরুকপাতা সড়কের ভিউ পয়েন্ট ১, ২, ৩, ৪

থানচি উপজেলার নীল দিগন্ত, তমাতুঙ্গী, রেমাক্রি, বড়পাথর, ডিমপাহাড় ও কুমারী ঝরনা।


যাতায়াত

দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে বা বাসে চট্টগ্রাম হয়ে বান্দরবান যেতে হয়। দেশের অনেক জায়গা থেকে সরাসরি বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত সরাসরি বাসে যাতায়াত করা যায়। এসি ও নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। বাস ছাড়ে ঢাকার ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান ও কমলাপুর রেলস্টেশনের বিপরীত দিকের কাউন্টার থেকে।


চট্টগ্রাম থেকে বান্দরবান

বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী ও পূর্বাণী পরিবহনে যাতায়াত করা যায় বান্দরবান। এসি ও নন-এসি গাড়ির ভাড়া জনপ্রতি ১৮০ থেকে ২৫০ টাকা। ৩০ মিনিট পরপর গাড়ি পাওয়া যায়।


কোথায় থাকবেন

হোটেল ডি মোর, হোটেল ফোর স্টার, হোটেল হিলটন, হলিডে ইন, হোটেল হিলভিউ, নীলাদ্রি, হোটেল সাঙ্গু, হোটেল থ্রি স্টার, হোটেল প্লাজা, হোটেল গ্রিন হিল, হোটেল হিল বার্ড, হোটেল নাইট হ্যাভেন, গ্রিনপিক রিসোর্ট, হোটেল প্লাজা, ভেনাস রিসোর্ট, হোটেল হিল কুইন, বন নিবাস, গ্রিনল্যান্ড, সাইরু হিল রিসোর্ট, হোটেল রয়েল ছাড়াও অনেক হোটেল ও রিসোর্ট আছে বান্দরবানে। ভাড়া ৪০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.