নারকেল তেলের ব্যতিক্রমী ১০ ব্যবহার
চুল ও ত্বকের যত্নে নারকেল তেলের ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি। রান্নাতেও উপকারী এই তেল ব্যবহার করা যায়। পাশাপাশি গৃহস্থালি পরিচ্ছন্নতা কিংবা দাঁতের যত্নেও এর জুড়ি মেলা ভার। জেনে নিন নারকেল তেলের কিছু ব্যবহার সম্পর্কে।
1. পোশাক থেকে তেল বা মোমের দাগ দূর করতে নারকেল তেল এবং বেকিং সোডার সংমিশ্রণ ব্যবহার করুন। এটি কয়েক মিনিটের জন্য দাগযুক্ত স্থানে লাগিয়ে রেখে এরপর পরিষ্কার করে ফেলুন।
2.
লেবেল এবং স্টিকার থেকে অবশিষ্টাংশ দূর করতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। আঠালো স্টিকার উঠে যাবে সহজেই।
3.
কার্পেটের দাগ তুলতে বেকিং সোডার সঙ্গে নারকেলের তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। দাগের উপর এই পেস্ট লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর মুছে ফেলুন। দাগ দূর হবে।
4.
ঘরে সুগন্ধ নিয়ে আসতে নারকেলের গন্ধযুক্ত মোমবাতি বানিয়ে ফেলতে পারেন। এজন্য মোম গলিয়ে এর সঙ্গে ১/৪ কাপ কর্নস্টার্চ, ১/৪ কাপ বেকিং সোডা ও 6 টেবিল চামচ নারকেল তেল মেশান। এটি একটি ছোট খোলা গ্লাসে জমিয়ে নিন। মাঝে সলতে বসিয়ে নেবেন জমানোর আগে। মোম ধরিয়ে দিলে চমৎকার গন্ধ ছড়াবে এই মোম।
5.
মরিচা দূর করার জন্য নারকেল তেল ভীষণ কার্যকর।
6.
চামড়ার জুতার উপরিভাগে সামান্য নারকেল তেল ঘষে নিন। ঝকঝকে হবে জুতা।
7.
কেমিক্যালবিহীন মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন নারকেলের তেল। তুলার টুকরা তেলে ভিজিয়ে ত্বকে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন মেকআপ। ত্বক নরম ও কোমল রাখতেও নারিকেল তেল বেশ কার্যকর।
8.
বাথরুমের শাওয়ারে এক টেবিল চামচ নারকেল তেল ঘষে নিন। পানি আরও মসৃণভাবে নেমে আসবে। পাশাপাশি দূর হবে পানির দাগ। তবে তেল যেন মেঝেতে না পড়ে। এতে পিচ্ছিল হয়ে পড়বে মেঝে।
9.
এসেনশিয়াল অয়েলের সাথে নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। মশা ও পোকামাকড় থেকে রক্ষা পাবেন।
10. মুখের ভেতরে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে পারে নারিকেল তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দাঁত ঝকঝকে করতেও এর জুড়ি মেলা ভার। আঙুলে খানিকটা তেল নিয়ে দাঁত ঘষে নিন। এরপর কুলকুচি করে ফেলুন পানি দিয়ে।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments