Adsterra

বায়ুদূষণে শীর্ষ তৃতীয় স্থানে ঢাকা


বায়ুদূষণে শীর্ষ তৃতীয় স্থানে ঢাকা, ঢাকা ভয়েস, Dhaka Voice, বায়ু দূষণের প্রধান উৎস যানবাহন ও কলকারখানা, Today Trending News, Today Viral News

শীতকাল শুরু হতে না হতেই দূষিত শহরগুলোর বায়ুদূষণ আরও দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। দূষণের তালিকায় প্রায়শই সবার ওপরে থাকা দিল্লির পরিস্থিতি উদ্বেগজনক। এ পরিস্থিতিতে দিল্লি সরকার দুদিনে জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে। 

৩ নভেম্বর এ তথ্য জানায় বিবিসি। 

এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের (একিইউ) ৪৬০ একিউআই অতিক্রম করে দিল্লি। এই সূচকে ০-৫০ পর্যন্ত অবস্থাকে ধরা হয় স্বাস্থ্যকর। ৪০১-৫০০ একিউআই বিভিন্ন রোগে আক্রান্তদের জন্য বিপদজনক তো বটেই, সুস্থ মানুষের জন্যও চরম উদ্বেগের।

সুইস গ্রুপের আইকিউ এয়ারের র‍্যাংকিং অনুযায়ী দিল্লি শুক্রবার দিনে বায়ু দূষণে পৃথিবীতে শীর্ষ স্থানে ছিল। সেসময় পাকিস্তানের লাহোরের একিইউআই ছিল ৩৩৫। তবে সন্ধ্যার পর দিল্লির একিউআই কিছুটা কমে আসে।

এই প্রতিবেদন লেখার সময় আইকিউ এয়ারের র‍্যাংকিং অনুযায়ী দিল্লিকে টপকে বায়ু দূষণে শীর্ষে থাকা লাহোরের একিইউআই ৩৮৭। দিল্লির ৩৪৩। একইসময়ে তৃতীয় স্থানে থাকা ঢাকার একিইউআই ১৮২। এটিও অস্বাস্থ্যকর।

আইকিউ এয়ারের ইন্ডেক্সে ৫১-১০০ কে ধরা হয় সন্তোষজনক। ১০১-১৫০ কে ধরা হয় অসুস্থ বা বয়স্কদের জন্য ক্ষতিকর। ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০ এর বেশি হলেই তা বিপদজনক।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বায়ু দূষণের প্রধান তিনটি উৎসের মধ্যে রয়েছে যানবাহন ও বিভিন্ন কলকারখানার ধোঁয়া। এরপরই রয়েছে শুষ্ক মৌসুমে নির্মাণকাজের কারণে সৃষ্ট ধুলা। বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি বিষণ্ণতায় ভুগছেন ৬৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীরা। এছাড়া বায়ু দূষণের ফলে মানসিক সমস্যা, অক্ষমতা ও মৃত্যুও বাড়ছে। 

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.