যদি বলি
যদি বলি
- সুমাইয়া রিমি
যদি বলি, লাগছে একা হাতটা একটু ধরো?
নিমিষেই আসবে কি ছুটে? রাত্রি নামার পরও?
যদি বলি, ক্লান্ত বিকেল জমেছে মন খারাপ?
এনে দেবে স্নিগ্ধ বকুল? নয়তো কাঠগোলাপ?
যদি বলি, মেঘ করেছে নামবে আজ বৃষ্টি?
বুঝে নেবে? মন খারাপে ঝাপসা চোখের দৃষ্টি?
যদি বলি, ভাল্লাগেনা জগৎজুড়েই অশান্তি?
দেবে আশ্রয়? ক্লান্তি শেষে যেথায় আমার শান্তি?
যদি বলি, তুমি আমার শুধুই আমার থাকবে?
কথা দেবে যাবেনা ছেড়ে? তোমার করেই রাখবে?
যদি বলি, প্রথম বুঝিনা তোমাতেই চাই শেষ?
থেকে যাবে? কাটিয়ে দিতে বিষাদ বেলার রেশ?
যদি বলি, ভালোবাসি? শোনো, একটু তুমিও বাসবে?
বিবাদ ফুরোলে দিনশেষে কি আমার কাছেই আসবে?
No comments