Adsterra

তোমার আর শাহবাগের অভ্যন্তরীণ কোলাহল

তোমার আর শাহবাগের অভ্যন্তরীণ কোলাহল, সায়হাম রহমান, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়ে

তোমার আর শাহবাগের অভ্যন্তরীণ কোলাহল

- সায়হাম রহমান

তখন শাহবাগে গেলেই,একটা হইচই বেঁধে যাইতো।
পোলাপান জিজ্ঞাসা করতো,"একটা অর্ধমৃত জায়গায় প্রিয়জনরে নিতে লজ্জা লাগেনা?"—লাগতোনা।
একদল লোক জিজ্ঞাসা করতো,"কলেজ ছুটির পর এই জায়গায় আইসা কি পাও?"—কিছুইনা।
আবার সবকিছু,যা আপনার অজানা।
তখন শাহবাগে গেলেই ফুলের খেলার কথা মনে হইতো;
এমনও কতো সময় কাইটা গেছে আমাদের কতোশতো অযথা হাসাহাসির কথা মনে কইরা,
হুদাই মাস্কের ভেতর মুখ লুকাইয়া মুচকি হাসা হাসছি।
একই জায়গায় কতো বিচিত্র প্রেম!কারো দু'মাস,কারো দু'বছর,কারো দু'যুগ।
এইরকম একটা জায়গায় ঠাই পাইয়া কি বাঁচাটাই না বাঁচছি।
বইমেলায় হাজারো রাজা-রানির জুটি বাধা আগমন,সাথে লক্ষ-কোটি বাসনা।
বইমেলায় আর শাহবাগে তো ইদানীং অনেকেই আসে।
তুমি আসোনা?


No comments

Powered by Blogger.