শেষ প্রেম
শেষ প্রেম
- সুমাইয়া রিমি
তুমি বললে,
থেকে যাবো চিরকাল।
নিষ্প্রভ সন্ধ্যার বুকে জোনাকি হয়ে,
আঁকবো একপ্রস্থ কাল্পনিক আলোকসন্ধ্যা।
তুমি কি আমার সন্ধ্যা হবে?
নিদ্রা ভঙ্গের কারণ হবো প্রত্যহ প্রত্যুষে।
তোমার প্রগাঢ় নিদ্রাচ্ছন্ন ঠোঁটে এঁকে দিবো প্রত্যুষের প্রথম চুম্বন।
তুমি কি আমার প্রথম চুমুর কারণ হবে?
তুমি বললে,
চন্দ্র হবো চন্দ্রিমায়।
জ্যোৎস্নালোকিত নিশিথে আকাশের বুকে লেপ্টে থাকা পূর্ণচন্দ্র।
তুমি কি আমার আকাশ হবে?
তুমি বললে,
অহর্নিশি গাঁথবো, প্রেমের অলীক কাব্যমালা।
চরণের ভাঁজে ভাঁজে গুজে দিবো,
তোমার আমার সন্ধ্যাকালীন প্রেম।
তুমি কি আমার কাব্য হবে?
তুমি বললে,
জলাঞ্জলি দিবো মন খারাপের ব্যামো।
হুটহাট ভাল্লাগেনা নামক ছোঁয়াচে রোগে আক্রান্ত হওয়া আমিটাকে -
না হয় বদলে ফেলবো পুরোটা।
তুমি কি আমার মন ভাল করা ওষুধ হবে?
তুমি বললে,
হবো এক মানবে অনুরক্ত প্রণয়ীনি।
এক তুমিতে আসক্ত হয়ে এক তুমিতেই স্থায়ী হয়ে, বাঁচতে চাওয়া অন্তিম অনুরাগিনী।
তুমি কি আমার শেষ প্রেম হবে?
No comments