নিখোঁজ বিজ্ঞপ্তি
যদি কখনো ভেবে পাই
আমি ভুল পথে এগিয়ে গেছি,
যদি কখনো আকাশ পথে মেঘের মিছিল নামে
তুমি মনে করিয়ে দিও, আমি সেখানে নেই।
ঙেঙে যাচ্ছে এই হৃদয় তোমার নামের পাশে
তোমার এইটুকু হাসির বিনিময়ে চোখে বাধে আন্দোলন।
তবুও আমি হেঁটে যাই, শহুরে পথ
শিউরে উঠা মদের আসরে,
মেঘের কর্ণধারে৷ তোমায় নিয়ে কোলহল দেখি-
আমি ছোঁব বলে হাত বড়িয়ে দেই,
দেখবো বলে চোখ মুছে দাঁড়াই
শেষে দেখি, তুমিই নিখোঁজ।
নিখোঁজ আলাপন, নিখোঁজ মেঘালয়, নিখোঁজ সব ভূমি
নিখোঁজ হাতের নরম আঙুল, নিখোঁজ ঐ হাসি,
আর নিখোঁজ আমি নিজেই।
সমস্তটা নিখোঁজ,
হৃদয়টাও নিখোঁজ , নিখোঁজ নীলকুঞ্জনের মেঘ, হাসি গল্প, কবিতা, লিখা, ভিন্ন গান,
নিখোঁজ মনের হাহকার, কোলাহল।
শুধু গোলাপের পাপড়িটা পড়ে আছে শূন্য মগজে,
ছবি আঁকা কাগজে।।
কবি - সাইদুল ইসলাম সায়মন (নীলকুঞ্জন)
No comments