কমলাপুর মসজিদ, গৌরনদী, বরিশাল
কমলাপুর মসজিদ, গৌরনদী, বরিশাল
কমলাপুর গ্রামে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট একটি আয়তাকার মসজিদ। মসজিদটি এক সময় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিশ শতকের ষাটের দশকের শেষদিকে এর উল্লেখযোগ্য অংশ পুরোপুরি মেরামত করা হয়েছিল।
কিবলা দেয়ালে তিনটি অর্ধ-অষ্টভুজ মিহরাব আছে। এর মধ্যে মধ্যকার মিহরাবটি বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং এর দুপ্রান্তে রয়েছে ছোট অষ্টভুজ বুরুজ। কোণের অষ্টভুজ বুরুজগুলি বর্তমানে বপ্র (Parapet) পর্যন্ত উঁচু হলেও আদিতে এগুলি নিশ্চয়ই বাংলায় মুগল স্থাপত্যের প্রচলিত রীতিতে ছাদ ছাড়িয়ে উপরে প্রলম্বিত ছিল। এগুলির শীর্ষে ছিল ক্ষুদ্রাকৃতির ছত্রী।
মসজিদের অভ্যন্তর ভাগ তিনটে বে তে বিভক্ত, বে গুলোর উপর রয়েছে তিনটি গম্বুজ যার মাঝখানেরটি অন্য দুটির চেয়ে একটু বড়।গম্বুজ গুলিতে পদ্ম কলস নকশা দেখা যায়। এটির সাথে লাল বাগ দুর্গের মসজিদের মিল পাওয়া যায়।
প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত শিলালিপিটি বর্তমানে হারিয়ে গেছে। স্থানীয় জনশ্রুতি অনুসারে এটি জনৈক মাসুম খানের কীর্তি বলে মনে করা হয়। এর নির্মাণরীতি দেখে এ মসজিদটিকে সতেরো শতকের শেষ ভাগের ইমারত বলে মনে করা হয়।
লিখেছেন ঃ বোহেমিয়ান ফয়সাল
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments