চাকচিক্য নয়, সাদামাটা থাকতেই পছন্দ করেন অরিজিৎ সিং
এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের শীর্ষে তার নাম। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ
হয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। বলিউড কিংবা টলিউডের একাধিক ভাষায় গান গাওয়া
সহ দেশ-বিদেশে করে চলেছেন অসংখ্য কন্সার্ট। এ সেরা কণ্ঠশিল্পী তাকেই বলা হয় তিনি
অরিজিৎ সিং। তিনি জনপ্রিয় শীর্ষে থাকলেও তার
মধ্যে নেই কোন অহংকার বরং বরাবরই প্রচার বিমুখ থাকতে পছন্দ করেন অরিজিৎ। তার
সম্পত্তি পরিমাণ ও নেহাৎ কম নয়। তবুও কেন এই গায়কের জীবন যাপন এত সাদামাটা।
অরিজিৎ সিং হাজার ভক্তের মনে রাজত্ব যিনি, যার গান মানে যে কোন সিনেমার ক্ষেত্রে এক বাড়তি পাওনা। যে মানুষটার কনসার্টের
টিকিট বিক্রি হয় লাখ টাকায়, যার সাক্ষাৎ এর জন্য লুকিয়ে থাকে ভক্তরা সেই
স্টারকেই দেখা যায় সাধারণ মানুষের মতো পথে চলতে। কোনো বিলাস বহুল ফ্ল্যাট কিংবা
বাংলো নয়, দামি গাড়ি
থেকে নামতে নয়, আশেপাশে বডিগার্ড নয়, তবে কীভাবে অরজিত সিং এভাবে থাকেন?
সেলিব্রেটির সংজ্ঞা সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট, ধরাছোঁয়ার বাইরে থাকা স্টার। তবে বাস্তবে অরিজিৎ সিং এসবের বাইরে। সাধারণ
পোশাক, পায়ে চটি, স্কুটারে চেপে
পথে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ। মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে এ ছবি নতুন নয়।
অরিজিৎ সিং কে নিজের এলাকায় এভাবে দেখা যায়। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা
হয়েছিল, তিনি কেন এত সাধারণ ভাবে থাকেন। পাল্টা
প্রশ্ন নকরেছিলেন, "এত ইউনিক প্রশ্ন কেন? আমি এভাবেই থাকতে পছন্দ করি এভাবেই ভালো আছি।"
তারকা জগতে চাকচিক্য কিংবা অহংকার কোনটাই
স্পর্শ করতে পারেনি গায়ক অরিজিৎকে। অথচ তারা সম্পত্তির পরিমাণে এতোটুকুও কমতি
নেই।
দেশ-বিদেশে সিনেমার গান আর শো করে অরিজিৎ এর সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি
রূপি। এক একটি গানের জন্য তার পারিশ্রমিক ১৫ থেকে
২৫ লাখ রুপি। অথচ ছেলেকে ভালো কোন স্কুলে পড়েন না তিনি। নিজে জন্মস্থান
মুর্শিদাবাদে জিয়াগঞ্জ এ এককালে তিনি যে স্কুলে পড়েছিলেন, সেই ছোট স্কুলটিতে ভর্তি করেছেন ছেলেকে। এতদিন গাড়ি কিনেন নি।
নিজের ম্যানেজারের চাপে সম্প্রতি একটি সুলভ মূল্যের গাড়ি কিনেছেন। জানা গেছেন উপার্জিত
টাকার সামান্য দিয়ে পরিবারের খরচ চালান এই সুপারস্টার। বিলাসবহুল জীবন যাপনে নয়, বরং বাকি টাকা তিনি খরচ করেন সমাজের কল্যাণে।
নিজে যে স্কুলে পড়েছিলেন সেই স্কুলটিকে উন্নত শিক্ষা ব্যবস্থা করতে নিয়েছেন সভাপতির দায়িত্ব। নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন খুলছেন। ভবিষ্যতে নিজ গ্রামে
হাসপাতাল করা চিন্তাভাবনা রয়েছে এই গুণী শিল্পীর।
এদিকে যিনি হাজার ভক্ত মনে ঠাঁই করে নিয়েছেন, সে গায়ক
অরিজিতের মন দখল করে রেখেছে কে? জানা যায় ছোটবেলার বান্ধবী কোয়েলের সাথে
২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অরিজিৎ এর মতো তার স্ত্রী ও ভীষণ সাদামাটা। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় এ গায়কের কনসার্টে কোনো ভি আই পি পাশে
নয় বরং আট দশ জন সাধারণ দর্শকের মতো কোয়েলও জমিয়ে উপভোগ করছে তার গান।
এখনকার যুগে যেখানে শোঅফের ছড়াছড়ি সর্বত্র, বিশেষ করে
বলিউডে তারকা মানে ধরা ছোঁয়ার বাইরে অন্য রকম লাইফ স্টাইল। সেখানে অরিজিৎ এর জীবন
দর্শন হলো, 'নিজের স্বার্থ নয় বরং সমাজের সার্বিক উন্নতি
একজন প্রকৃত মানুষের লক্ষ্য হওয়া উচিত'।
আর এই কারণে তিনি সাধারণের মাঝে অসাধারণ অনন্য
একজন।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments