Adsterra

২০২৩-সালতামামি || টলিউড তারকাদের বিয়ে

২০২৩-সালতামামি, টলিউড তারকাদের বিয়ে,ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news, update news, somoy news


বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। টলিউড তারকাদের প্রাপ্তি ও অপ্রাপ্তির মধ্য দিয়ে চলতি বছরের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শোবিজ অঙ্গনের তারকাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েই ভক্তরা আলোচনা-সমালোচনা বেশি করে। আবার তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু কৌতূহল কম নয়। বিশেষ করে তারকাদের প্রেম এবং বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল বেশি। ব্যক্তিজীবন নিয়ে বেশি আগ্রহ থাকার কারণ হলো, ব্যক্তিজীবন নিয়ে তারকারা সবচেয়ে বেশি গোপনীয়তা বজায় রাখে। 


ভক্ত ও অনুরাগীদের মতে, প্রেম ও বিয়ে স্বাভাবিক বিষয়। তবে এক্ষত্রে ঢালিউডের অধিকাংশ তারকারা প্রেম ও বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও টলিউডের তারকাদের ক্ষেত্রে চিত্রটা উল্টো। বছরের নানা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে টলিউডের বেশ কিছু তারকাদের বিয়ের খবর। বিদায়ী বছরে শোবিজ অঙ্গনের কয়েকজন অন্যতম তারকা অভিনেত্রী সায়নী দত্ত, দর্শনা বণিক, সন্দীপ্তা সেন এবং অভিনেতা সৌরভ দাস, পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


পরম-পিয়ার বিয়ে

গত ২৭ নভেম্বর সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত। 


বিয়ের দিন সন্ধ্যায় পরমব্রত বিয়ের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায়, পরমব্রত পরেছিলেন হালকা চকলেট রঙের পাঞ্জাবি সঙ্গে পেস্তা রঙের জহর কোট। আর লাল-সাদার মিশেলে তাঁতের শাড়ি, সঙ্গে জামদানি ডিজাইনের ব্লাউজ, পোশাকের সঙ্গে মানানসই সোনার গহনায় বউ সেজেছিলেন পিয়া।


এদিন দুপুরে পরিবারের উপস্থিতিতে যোধপুর পার্কে পরমব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতেই বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে করেন পরমব্রত ও পিয়া। জানা গেছে, সব মিলিয়ে ২৫ থেকে ৩০ জনের আত্মীয় ও শুভাকাক্ষ্খির উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পরিবার ছাড়াও বিয়েতে হাজির হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের বন্ধু ও ব্যবসার অংশীদার পরিচালক-প্রযোজক অরিত্র সেন। বিয়ের খাবারের মেনুতে ছিল বাঙালি পদ- ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি ও মিষ্টি।



সন্দীপ্তা-সৌম্য’র বিয়ে

গত ৭ ডিসেম্বর প্রেমিক সৌম্যকে বিয়ে করেন ভারতীয় টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেন। সৌম্যর সঙ্গে কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল সন্দীপ্তার। প্রথমদিকে সম্পর্ক আড়ালে রাখলেও পরবর্তীতে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর, কলকাতার বাইপাস সংলগ্ন সন্দীপ্তা সেনের বাড়িতে বসে বিয়ের আসর। দুই পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, ইন্ডাস্ট্রির সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, ২ ডিসেম্বর পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে আংটিবদল করেন সন্দীপ্তা-সৌম্য। সন্দীপ্তার স্বামী সৌম্য মুখোপাধ্যায় বাংলার প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তা।



দর্শনা-সৌরভের বিয়ে

দীর্ঘদিনের প্রেম শেষে সন্দীপ্তা-সৌম্য’র বিয়ের দিনই শুক্রবার (১৫ ডিসেম্বর) কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস।

ভারতীয় গণমাধ্যমের খবর, তাদের বিয়ের ভোজন পর্বে ছিল এলাহি আয়োজন। রাধা বল্লভি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তান্দুরির সঙ্গে আরও ছিল মাটন কষা।



সায়নী-গুরবিন্দরজিৎ’র বিয়ে

গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) বিয়ে করলেন আরেক অভিনেত্রী সায়নী দত্ত। একটি বহুজাতিক সংস্থার উচ্চ পদের কর্মকর্তা গুরবিন্দরজিৎ সমরাকে বিয়ে করেন তিনি। গত তিন মাস ধরে কলকতার তার বিয়ের প্রস্তুতির কথা জানা শোনা যাচ্ছিল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে এ খবর জানা গেছে।

জানা যায়, পাঞ্জাবি রীতিতে ফোর্ট উইলিয়ামে বিয়ে করেন এ অভিনেত্রী। ভিন্টেজ গাড়িতে করে এসেছেন সায়নীর বর গুরবিন্দরজিৎ সমরা। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন এ জুটি।

No comments

Powered by Blogger.