Adsterra

সিরিজ জিতলে শান্তদের বড় বোনাস দেবেন পাপন

সিরিজ জিতলে শান্তদের বড় বোনাস দেবেন পাপন,  ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news, update news, somoy news


পরশু সিরিজ নির্ধারণী মিরপুর টেস্টে নামার আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নৈশভোজে বসেছিলেন। সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে জেতায় সোনারগাঁও হোটেলে খেলোয়াড় ও বোর্ড পরিচালকদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন বিসিবি সভাপতি।


ডিনার ও আলোচনা শেষে পাপন সংবাদমাধ্যমকে বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জিতলে বড় বোনাস দেবে বিসিবি, ‘(আজ বোনাসের কথা) বলে নাই, ওরা (ক্রিকেটাররা) শুনতে চেয়েছিল। আসার সময় (বোনাস) চেয়েছিল একজন। এটা সিরিজ জিতলে পাবে।’ কেমন হবে সেই বোনাসের পরিমাণ? পাপন বললেন, ‘সিরিজ জিতলে অনেক বড় (বোনাস) পাবে।’ 



এবার সিলেট টেস্টের উইকেট নিয়ে ভূয়সী প্রশংসা হচ্ছে। পাপনের মুখেও সিলেটের উইকেট নিয়ে স্তুতি। তবে তিনি মিরপুরের উইকেট নিয়ে কিছু অনুমান করতে পারছেন না, ‘সিলেটের উইকেটে ব্যাটার, বোলার—সবার জন্য ছিল। এর আগে (দেশে) এমন উইকেট আমরা দেখিনি। তবে মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টবল উইকেট আর নেই। এখানে হয় জেতা না হয় ড্র। মিরপুরে ড্রয়ের কোনো সম্ভাবনা নেই।’


No comments

Powered by Blogger.