Adsterra

আড়াই বছর পর প্রকাশ পেল আঁচল-অমির বিয়ের খবর

আড়াই বছর পর প্রকাশ পেল আঁচল-অমির বিয়ের খবর, ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news, update news, somoy news


শোবিজের অনেকেই বিয়ের কাজটা গোপনে সারতে পছন্দ করেন। পরে সেই বিয়ের খবর প্রকাশ পেলে তা নিয়ে নানা ব্যাখ্যা দাঁড় করাতেও সময় নেন না। সেই তালিকায় এবার যোগ হলো চিত্রনায়িকা আঁচলের নাম। গতকাল দুপুরে ফেসবুকে নিজের বিয়ের জানান দিলেন এই নায়িকা। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি সংগীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।

অমির সঙ্গে আঁচলের বিয়ের গুঞ্জনটাও সেই সময় থেকে। তখন বিয়ের কথা অস্বীকার করলেও সম্পর্কের কথা জানিয়েছিলেন আঁচল। বলেছিলেন, করোনা পরিস্থিতি ভালো হলে ধুমধাম করে আয়োজন করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন।

আয়োজন করে না হলেও অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন এই নায়িকা। তবে এর মাঝে পার হয়ে গেছে আড়াই বছরের বেশি সময়। বিয়ের খবরটি গোপন রাখার বিষয়ে একমত নন তিনি। আঁচলের ভাষ্য অনুযায়ী, ‘গত বছর ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর জানিয়েছি। কিন্তু আমার স্বামীর আগের আইডি ডিজঅ্যাবল হয়ে যাওয়ার পর নতুন আইডিতে যখন আবার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করি, তখনই সবার সামনে আসে বিষয়টি।’

২০২০ সালে ‘জান রে’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করতে গিয়ে গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয় আঁচলের। প্রেম নয়, আঁচলকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন অমি। আঁচল বলেন, ‘অমির সঙ্গে আমার প্রেম ছিল না। মিউজিক ভিডিওর সূত্রে পরিচয় হয়। এরপর সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে কুমিল্লায় পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়।’ আগামী বছর সবাইকে নিয়ে বড় ধরনের আয়োজন করার ইচ্ছার কথা জানালেন আঁচল।


২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় আঁচলের। ২০১৩ সালে বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। এরপর বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেন বেশ কিছু সিনেমায়। সে সময় মিডিয়াপাড়ায় কান পাতলেই বাপ্পী-আঁচলের প্রেমের গুঞ্জন শোনা যেত। সর্বশেষ এ বছর মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে। তাঁর বিপরীতে ছিলেন মনোয়ার হোসেন ডিপজল।


No comments

Powered by Blogger.