Adsterra

স্বার্থপর

স্বার্থপর,  romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস, সাইদুল ইসলাম সায়মন


স্বার্থপর

কবি - সাইদুল ইসলাম সায়মন



রঙে আঁকা রঙিন এই মিথ্যে শহরে 
মরিচিকার মত মানুষজন 
নিশ্বাস হারাইলেই নিশ্ব।
ব্যস্ত আকাশের সূর্যদয় 
সূর্য অস্ত গেলেই অন্ধের মত দিকবিদিক হারায়।

কেউ স্বার্থের তরে জীবন নেয়
কেউ স্বার্থের তরে জীবন দেয়
কেউ বা অট্টালিকায় বসে অট্টহাসিতে মাতে,
গরীব, দুখীরা হাহাকার করে শীতের রাতে 
হতাস চিত্তে ঘুরিয়া মরে 
অন্ধের মতো মানুষ জন--
কোথায় রাখে, কাহার সার্থ
কার বা আছে প্রফুল্ল মন।

কেউ শরীরের ঘাম বেচিয়া হয় দোষী 
কেউবা অট্টালিকায় বসিয়া স্বার্থ ভোগে হয় রাক্ষসী 
কেউ কেউ জানালার ধারে বসিয়া করে হায় হায়!
কেউবা স্বার্থের কাছে হার মানিয়া দেশ-বিদেশে যায়।

সত্য কথার বিলাসিতায় তার অতি রক্ত ঝরে
মিথ্যা কথার আশ্রয়ে অন্য কেউ বিলাসবহুল জীবনযাপন করে -
আর কতকাল চলিবে এমন ভুলিয়া পরিবার পরিজন
সার্থকে ভুলিয়া যাও সততার খুবই প্রয়োজন, 
যে ঘরে সুখী হইবে না তুমি, ভুলিয়া যাও সেই ঘর 
সত্যকে চিনো, সৎ হও, হইয়োনাকো স্বার্থপর।

No comments

Powered by Blogger.