Adsterra

ইরফান খানঃ অভিনয়টা যার অঙ্গে মিশে থাকতো

  


 

ইরফান খানঃ অভিনয়টা যার অঙ্গে মিশে থাকতো, ঢাকা ভয়েস, Dhaka Voice, ইরফান খান কলেজ জীবনে অমিতাভ বচ্চনের ড্যাশিং স্টাইল তিনি ফলো করতেন, Hot News

১৯৬৭
 সালের  জানুয়ারি ভারতের জয়পুরে জন্মগ্রহণ করেন বিখ্যাত বলিউড অভিনেতা ইরফান খান বাবা জাগিরদার খান এবং মা বেগন খানের পুত্র ইরফান খানের ছোটবেলা থেকেই
বিনোদনের প্রতি 

ঝোক তৈরি হয়। কলেজ জীবনে অমিতাভ বচ্চনের ড্যাশিং স্টাইল তিনি ফলো করতেন। মিঠুনচক্রবর্তীকেদেখে তিনি বড় চুল রাখতেন কিন্তু কখনোই তার অভিনেতা হবার মতো তেমন ইচ্ছা   ছিলোনা বরং তার মন পড়ে থাকতো ক্রিকেট 

খেলায়। তিনি যখন প্রথম শ্রেণির ক্রিকেটে ডাক পান তখনই তার পরিবারে আর্থিক দুর্যোগ নেমে আসে। বাবা অসুস্থ হয়ে পড়েন সেজন্য প্রয়োজনীয় অর্থের অভাবে তার আর ক্রিকেট খেলোয়াড় হয়ে উঠা হয়নি। এরপর তিনি বাড়ি বাড়ি গিয়ে এসি মেরামতের কাজ করা শুরু করেন এবং ভাগ্যবশত তার এসি ঠিক   করার জন্য রাজেশ খান্নার বাড়িতেও ডাক পড়ে ১৯৮৪ সালে তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামাতে অভিনয়ে পড়ার সুযোগ পান ১৯৮৭ সালে সেখান থেকে স্নাতক শেষ করে তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা হবার জন্য ১৯৮৮ সালে ‘সালাম বোম্বে’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান কিন্তু অভিনীত দৃশ্যগুলোকে এডিট প্যানেলে কাট করা হয়। এরপরেও তিনি হতাশ না হয়ে চেষ্টা করতে থাকেন।টেলিভিশন নাটক নীল ঘাস পর নীলে ঘোড়েতে লেনিন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের  আলোচনায় চলে আসেন এরপর কে কে মেননের বিপরীতে ‘দর’ নাটকে খুনী চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে টিভি নাটকের সুপারস্টার বনে যান। তবে চলচ্চিত্রে তিনি আশানরূপ সাফল্য পাচ্ছিলেন না।২০০৩ সালে ‘হাসিল’ চলচ্চিত্রে খল অভিনয় তার জীবন বদলে দেয় এরপর একে একে ‘ দ্যা নেমসেক’, ‘দ্যা কিলার’, লাইফ ইন  মেট্রোতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান লাইফ ইন  মেট্রোতে অভিনয়ের জন্য তিনি ফিল্ম ফেয়ার এওয়ার্ড পান তবে তার অভিনয় দ্যুতি সকল কিছুকে ছাড়িয়ে যায় ‘ দ্যা  লাঞ্চ বক্স’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে একজন মাঝবয়সী ব্যাচেলর লোকের সাথে একজন সাধারণ গৃহিণীর যে স্পর্শহীন প্রেম দেখানো হয়েছিলো তাতে ইরফান যে মনবাসনা গুলো লিখে প্রকাশ করতেনযে আবেগটা তিনি তার চোখের ভাষা দিয়ে ফুটিয়ে তুলতেন চিঠি পড়ার সময় ‘দ্যা লাঞ্চবক্স’ সিনেমায়   অভিনয়ের জন্য তিনি ক্রিস্টোফার নোলানের সিনেমার প্রস্তাব পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন বলিউড ছাড়াও তিনি ব্রিটিশতামিলতেলেগু চলচ্চিত্রে কাজ করেছেন মোস্তফা সারোয়ার ফারুকির ‘ডুব’ ছাড়াও   তিনি ২০০৪ সালে ‘শ্যাডজ অব টাইম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন ২০০৮ সালে ‘কোশর ভেজিটেরিয়ান’ নামের সিনেমাতে তিনি অস্কার জয়ী অভিনেত্রী নাটালি পোর্ট্ম্যানের সাথে অভিনয় করেছিলেন তার অভিনয়গুণে মুগ্ধ হয়ে বলিউড বাদশা শাহরুখ খান বলেছিলেনইরফানকে আমি স্যার বলে থাকি সে অভিনয়ের বিদ্যালয় আমরা যখন ব্যারি জনের থিয়েটারে অভিনয় করতাম তখন থেকেই তার টিভি নাটক দেখতাম।’ ২০১১ সালে ভারত সরকার তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা  ‘পদ্মশ্রীতে’ ভূষিত করে বরেণ্য এই অভিনেতা ২০২০ সালের ২৯ এপ্রিল না ফেরার দেশে পারি জমান।   

 চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.