Adsterra

ভারী ঝুমকা পরলে কানে ব্যথা হচ্ছে? জেনে নিন টিপস


ভারী ঝুমকা পরলে কানে ব্যথা হচ্ছে? জেনে নিন টিপস, ঢাকা ভয়েস, Dhaka Voice, ইয়ার প্যাচেস ব্যবহার করুন, Today Trending News, Today Viral News, Top News

পার্টি সাজের ষোলোকলা পূর্ণ করতে পারে জমকালো একটি ঝুমকা। তবে ভারী কানের দুল দীর্ঘক্ষণ পরে থাকলে অনেকেই কানে ব্যথা হয়। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ভারী দুল পরতে পারেন না। ভারতীয় ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. অপরাজিতা লাম্বা তার ইন্সটাগ্রাম পোস্টে জানাচ্ছেন কিছু টিপস।  


১। ভারী দুল পরলে কানের লতিতে টান পরার আশঙ্কা থাকে। আর মূলত এই কারণেই কানে ব্যথা হয়। এমনকি কান কেটেও যেতে পারে। তাই কানের দুল পরার আগে অবশ্যই ‘ইয়ার প্যাচেস’ ব্যবহার করুন। এগুলো দোকানে বা ই-কমার্স ওয়েবসাইটে পাওয়া যায়। কানে ভারী দুল পরার আগে বিপরীত দিকে এই ইয়ার প্যাচেস লাগিয়ে নিন। তারপর দুল পরুন।


২। ​চেইন দেওয়া বা টানা অংশযুক্ত কানের দুল পরতে পারেন। এগুলো পরলে দুলের সম্পূর্ণ ওজন কানের লতির উপরে পড়ে না। তাই কানে ব্যথা হওয়ার ঝুঁকি কমে যায়।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.