Adsterra

মেয়েদের আইপিএলের নিলামে আছেন মারুফা ও রাবেয়া

ঢাকা ভয়েজ,  dhaka voice; মেয়েদের আইপিএলের নিলামে আছেন মারুফা ও রাবেয়া, ক্রিকেট, trending news, today top news, today hot news, latest news,

ছেলেদের আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান। তবে সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে থাকলেও পরে নিজেকে সরিয়ে নেন তিনি। এবার অবশ্য নিলামেই জায়গা পাননি বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর সঙ্গে নিলামে জায়গা পাননি সর্বশেষ আসরে প্রথমবারের মতো সুযোগ পাওয়া লিটন দাসও। 


সাকিব-লিটন ছেলেদের নিলামে জায়গা না পেলেও ভারতের মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে আছেন রাবেয়া খান ও মারুফা আক্তার। দ্বিতীয় আসরে বাংলাদেশের এই দুই ক্রিকেটারই জায়গা পেয়েছেন। ড্রাফটে তাঁদের ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। অভিষেকের পর থেকে দুর্দান্ত ছন্দে আছেন দুজনে। সেই পারফরম্যান্সই এবার তাঁদের বড় সুযোগ এনে দিতে যাচ্ছে।


এ বছরেই প্রথমবার মেয়েদের আইপিএল চালু করেছিল ভারত। প্রথম টুর্নামেন্টে বাংলাদেশের ৯ জন নারী ক্রিকেটার নিলামে নাম লেখালেও সুযোগ পেয়েছিলেন মাত্র ৩ জন। তবে চূড়ান্ত নিলামে থাকলেও জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারদের সুযোগ হয়নি টুর্নামেন্টে অংশ নেওয়ার। কোনো দলই তাঁদের কিনতে আগ্রহ দেখায়নি। 


আজ ১৬৫ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ভারতের ১০৪ জনের বিপরীতে বিদেশি ক্রিকেটার আছেন ৬১ জন। এই তালিকা থেকে সর্বোচ্চ ৩০ জন নারী ক্রিকেটার নিতে পারবে টুর্নামেন্টের পাঁচ দল। বাংলাদেশের মতো ২ জন করে ক্রিকেটার আছে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের। 


হংকংয়েরও একজন ক্রিকেটার আছে। ৩ জন করে আছে আরব আমিরাত, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ডের। ৪ জন ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। আর অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ১৮ জনের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ ক্রিকেটার আছে ইংল্যান্ডের। আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে নিলাম হবে।



No comments

Powered by Blogger.