আপনি আমার দুঃখ বিলাস
আপনি আমার দুঃখ বিলাস
- সুমাইয়া রিমি
আপনি আমার দুঃখ বিলাস।
অশ্রুসিক্ত আঁখি,
মন খারাপেও যত্ন করে
হৃদ মাঝারে রাখি।
আপনি আমার সুখানুভূতি
ছিলেন, আছেন আজও,
আপনি ঘিরেই কল্পনা সব
সকাল, দুপুর, সাঁঝও।
আপনি আমার মন খারাপের
অমেয় এক গল্প,
আপনি নিয়েই ভাবনা তবু
যাবজ্জীবন কল্প।
আপনি আমার অষ্টপ্রহর
নষ্ট করা কষ্ট।
হৃদয় তবু অহর্নিশ
আপনাতেই নিবিষ্ট।
No comments