Adsterra

রাজনীতিতে আমি ক্লাস ওয়ানের ছাত্র : সাকিব

 
রাজনীতিতে আমি ক্লাস ওয়ানের ছাত্র : সাকিব, ঢাকা ভয়েস, Dhaka Voice, বুধবার (২৯ নভেম্বর), সাকিব আল হাসান বলেন, বয়োজ্যেষ্ঠদের কাছে শিখতে চান, Hot News

রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র বলে মনে করেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি বয়োজ্যেষ্ঠদের কাছে শিখতে চান। রাজনীতিতে প্রবেশের পর বুধবার (২৯ নভেম্বর) প্রথমবার মাগুরা এসে তিনি এ কথা বলেন।


মাগুরা জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে সাকিব বলেন, ‘অনেকবার মাগুরা এসেছি, সংবর্ধনা নিয়েছি। কিন্তু এবারের সফর অন্য রকম। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সফর।’


এ সময় সাকিব মাগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেন, ‘তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাবো।’


সাকিব বলেন, ‘আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কত ভালো কাজ করেছেন। তার এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি আসলে এটা তারই আসন। আমরা দুই জনে এক সঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। আশা করবো আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।’


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়িবহর নিয়ে গড়াই সেতুতে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।


গড়াই সেতু থেকে প্রায় ১২ কিলোমিটার পথের দুপাশে জনতা তাকে অভিনন্দন জানায়। বেলা ২টার দিকে তার বহর মাগুরা শহরের জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আসে। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল উপস্থিত ছিলেন।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.