Adsterra

সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে কী করবেন?


সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে কী করবেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, সন্দেহের জন্য সম্পর্ক ভাঙে, Today Trending News, Today Viral News

প্রায় চার বছর প্রেম করে ঘর বেঁধেছিলেন জয়া আর সৃজন। প্রথম কয়েক বছর ভালোবাসা আর খুনসুটিতে কেটে গেলেও এর পরই শুরু হয় মন ভাঙা-গড়ার খেলা। জয়া ভেবেছিলেন মনের মতো একজন বন্ধু পাবেন, ভালো লাগা, মন্দ লাগা নিজেদের ভেতর ভাগাভাগি করে নেবেন। কিন্তু বিয়ের কয়েক বছর কাটতে না কাটতেই দেখলেন সুজয় আর জয়ার ইচ্ছা-অনিচ্ছা, চাহিদাগুলো একেবারে আলাদা।


কথাবার্তা হয়ে এসেছে সীমিত। অন্যদিকে অভিযোগ আছে সৃজনেরও। সৃজনের মতে, ভালোবাসার প্রকাশ মানুষভেদে ভিন্ন হয়। সবাই সব সময় একভাবে সব কিছু প্রকাশ করতে পারে না। জয়া যেভাবে তার কাছে প্রত্যাশ্যা রাখেন, তা সৃজনের কাছে বাড়তি বোঝার মতো মনে হতে থাকে। প্রায় প্রতিটি সম্পর্কেই এ ধরনের অভিযোগ দেখা যায়। 

কেননা বিয়ে মানেই একটা সম্পর্কের ওপর বাড়তি দায়িত্বের বোঝা এবং সারাক্ষণই প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের ওপর থেকে রঙিন পর্দা খসে পড়তে থাকে।

সঙ্গীকে তখন আর সবার সেরা বলে মনে হয় না, তার দোষত্রুটিগুলো বড় হয়ে চোখে ধরা পড়ে, সম্পর্ক থেকে আবেগের আস্তরণটা ক্রমেই ফিকে হতে শুরু করে। মনস্তত্ত্ববিদরা বলেন, বিয়ের বাঁধন ক্রমশ আলগা হওয়ার শুরু এখান থেকেই। সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনাও শুরু হয় এখান থেকেই। কিছুটা প্রচেষ্টা, কিছুটা যত্ন আর কিছুটা বাড়তি মনোযোগই পারে আপনার দুর্বল হয়ে যাওয়া সম্পর্ককে সামলাতে। জেনে নিন কিভাবে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন সামলাবেন।

১. অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনের কারণ হয় একঘেয়েমি। সম্পর্কে একঘেয়েমি এলে অন্যের প্রতি আকর্ষণ বাড়ে। আজকাল অধিকাংশই নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। সারা দিন টাকার পেছনে ছুটছে স্বামী, আর স্ত্রী সামলাচ্ছে সংসার। অনেক পরিবারে আবার দুজনই কর্মরত। ফলে একে অন্যের জন্য সময় নেই। এ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসতেই পারে সংসারে। তাই সম্পর্কে একঘেয়েমি আসতে দেবেন না।  

২. অতিরিক্ত প্রত্যাশার জন্য ভাঙতে পারে সম্পর্ক। আপনার বিপরীতে থাকে মানুষটির থেকে প্রত্যাশা করবেনই। কিন্তু এমন প্রত্যাশা করবেন না, যা পূরণ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সব সময় তার কথা বোঝারও চেষ্টা করুন। এতে সম্পর্ক মজবুত হবে। কখনো তাকে চাপ দেবেন না। তাহলে আপনার প্রতি আগ্রহ হারাতেই পারে। সে ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসতে পারে সম্পর্কে। 

৩. সন্দেহের জন্য সম্পর্ক ভাঙে। আর এই সন্দেহের কারণে সবার আগে সম্পর্ক তিক্ত হয়। যার জন্য সে আপনার প্রতি আগ্রহ হারাতেই পারে। সম্পর্কে সন্দেহ আসতে দেবেন না। এর থেকে ভুল বোঝাবুঝি হয়। দীর্ঘদিন দুজনের সম্পর্ক খারাপ চললে সে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতেই পারে। 

৪. দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কের একটা গুরুত্ব রয়েছে। দাম্পত্য সুখ অনেকটা এর ওপর নির্ভর করে। তাই যদি যৌনজীবনে অতৃপ্তি থাকে, তাহলে সম্পর্কে তার প্রভাব পড়তে পারে। যৌন অতৃপ্তির কারণে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে আপনার সঙ্গী। 

৫. সারাক্ষণ ঝগড়া করেন, কিংবা তাকে বদলাতে চেষ্টা করেন, অথবা আপনাদের সম্পর্কে কি শুধু একজনেরই ইচ্ছে প্রাধান্য পায়? এমন হলে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে সঙ্গী। তা সম্পর্ক ভালো রাখতে চাইলে দুজনের ইচ্ছাকে প্রাধান্য দিন।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.