Adsterra

সহশিল্পীর চিকিৎসার জন্য পুরস্কারের ১ লাখ টাকা দিলেন রওনক হাসান

সহশিল্পীর চিকিৎসার জন্য পুরস্কারের ১ লাখ টাকা দিলেন  রওনক হাসান, ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news, update news,


দেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ১ লাখ টাকা জিতেছেন তিনি। তবে আরও চমকপ্রদ খবর হলো, কুইজ জিতে পাওয়া সেই টাকার পুরোটাই তিনি চিকিৎসার জন্য সহশিল্পীকে দিয়েছেন।


টেলিভিশনের গুণী অভিনেত্রী আফরোজা হোসেন জরায়ু ক্যানসারে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসা খরচ। তাই মানবিকতার পরিচয় দিয়ে রওনক হাসান তার অর্জিত টাকা দিয়ে দিলেন। 


রওনক বলেন, ‘গ্রীন টিভি’র ‘১১ নাম্বার গাড়ি’ অনুষ্ঠানের কুইজে জিতে এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যানসারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। ভারতে চিকিৎসা নিচ্ছেন আফরোজা আপা। সবাই প্রার্থনা করবেন উনার জন্য। আমরা সবাই এক পরিবার।’


রওনকের এই মানবিকতা বেশ প্রশংসা পাচ্ছে। অনেক শিল্পীরাই রওনকের স্ট্যাটাসটি শেয়ার দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছেন।


গতবছর জরায়ুমুখের ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেয়া হয়েছে। 


ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার। বিপদের এই সময় অভিনয়শিল্পী সংঘ পাশে দাঁড়িয়েছে এই অভিনেত্রীর।

No comments

Powered by Blogger.