Adsterra

দেশে প্রথম নারী ফায়ার ফাইটার নিয়োগ

দেশে প্রথম নারী ফায়ার ফাইটার নিয়োগ, ঢাকা ভয়েস, Dhaka Voice, নারী পদে ১৫ জন যোগ দিয়েছেন, মোছা. মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, Hot News

ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো নারী ফায়ার ফাইটার পদে যোগ দিয়েছেন ১৫ নারী। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী, ১৯ নভেম্বর তাঁরা নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। যোগদানের পর তাঁদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

এর আগে ফায়ার সার্ভিসে অফিসার পদে নারী কর্মকর্তা যোগ দিলেও ফায়ার ফাইটার পদে কোনো নারী নিয়োগ পাননি। চলতি বছরের ২০ জুন ফায়ার ফাইটার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ার ফাইটার (নারী) পদে ২ হাজার ৭০৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা, মেডিকেল টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগপত্র দেওয়া হয়। সিভিল সার্জনের সুস্থতার সনদসহ তাঁরা এই পদে যোগ দেন। 

ফায়ার ফাইটার (নারী) পদে যে ১৫ জন যোগ দিয়েছেন তাঁরা হলেন মোছা. মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মোছা. মাইমুনা আক্তার, রিমা খাতুন, মিস মেহেরুন্নেছা মিম, মোছা. আরজুমান আক্তার রিতা, মিশু আক্তার, ঝর্ণা রানী পাল, মোছা. কাকুলী খাতুন, ইসরাত জাহান ইতি, মোছাম্মৎ নাজমুন নাহার, মোসা. ইয়াসমীন খাতুন, মোছা. রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.