Adsterra

মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস


মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস, ঢাকা ভয়েস, Dhaka Voice, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের গোপনীয় নথি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, Hot News

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন থেকে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে গেছে। গোপনীয় সামগ্রী ও গোয়েন্দা
নথি কিভাবে অনলাইনে ফাঁস হলো তার উৎস শনাক্ত করার চেষ্টা করেছে মার্কিন কর্মকার্তারা।

মার্চে শেষ দিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের বেশ কিছু গোপনীয় নথি, মানচিত্র, বিভিন্ন নকশা ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ডিসকর্ডে নথিগুলোর ব্যাপারে পোস্ট করা হয় বেশ কিছু ছবি। অনলাইনে ফাঁস হওয়া এসব নথির মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত টাইমলাইন এবং অসংখ্য দূর্ভেদ্য সামরিক শর্তসহ কাগজপত্র। যার উপরে অত্যন্ত গোপনীয় শব্দ লেখা। এসব নথিতে জানা যাচ্ছে, উভয় পক্ষের কত জন হত্যাহত হয়েছে। ভয়ের সামরিক দুর্বলতা কি কি। বিশেষ করে তাদের সামরিক শক্তির দিকগুলো কি হতে পারে। এ ধরনের ২০ টি নথি পরীক্ষা করে বিবিসি জানিয়েছে, ইউক্রেনিও বাহিনীদের যেসব সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেগুলোর বিশদ বর্ণনা দেয়া হয়েছে এগুলোতে। ফাঁস হওয়া সব নথিপত্রে রাষ্ট্র হিসেবে শুধু ইউক্রেনের অবস্থাই তুলে ধরা হয়নি, সেখানে ওয়াশিংটনের আরো কিছু মিত্রের বিষয়ে তথ্য রয়েছে। ইউক্রেন ইস্যুতে ইজরাইল থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয়টি এইসব নথিতে উঠে এসেছেকেবল তাই নয়, মার্কিন গোয়েন্দারা ইউক্রেনের প্রেসিডেন্টের উপর নজরদারি চালিয়েছে। সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে ফাঁস হওয়া নথিগুলোতে। তবে এখনো জানা যায়নি এই নথি ফাঁস হওয়ার পেছনে কে বা কারা জড়িত। ডিসকর্ড এর এক মুখপাত্র জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন বিষয়টির রহস্য উদঘাটনে। কোন উৎস থেকে নথিগুলো ফাঁস হয়েছে তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পেন্টাগন । এর পিছনে কারা আছে এবং তাদের উদ্দেশ্যই বা কি ছিল। এখন তদন্ত চলছে। নথিগুলোর সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। পেন্টাগন হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিচার বিভাগ ও এ ফাঁসের ঘটনাটি এখন তদন্ত করে দেখছে।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.