Adsterra

একা ঘুরতে গেলে এই ভুলগুলো ভুলেও করবেন না

একা ঘুরতে গেলে এই ভুলগুলো ভুলেও করবেন না, ঢাকা ভয়েস, Dhaka Voice, today top news, today trending news, hot news, update news, somoy news,


বেড়াতে যেতে কত লোকের কত অজুহাত! এর এই কাজ তো, ওর ছুটি হবে না। তা যে যাই বলুক ভাই, তল্পিতল্পা গুটিয়ে বেরোনো চাই। এই ভেবেই অনেকে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। কেউ কেউ আবার একাই বেড়াতে পছন্দ করেন। হালফিলে এই ‘সোলো ট্রাভেল’-এর প্রচলন বেশ বেড়েছে। আপনিও নিজেকে খুঁজতে বেরিয়ে পড়তেই পারেন। তবে কয়েকটি ভুল ভুলেও করবেন না।


একা ঘুরতে আর কত টাকা লাগবে? এই ভাবনা যদি আপনার মনে থাকে। ত্যাগ করুন। কারণ একা যখন ঘুরবেন আপনার যাবতীয় দায়ভার আপনারই। টাকার প্রয়োজন হলে কার কাছে হাত পাতবেন? তার চেয়ে নিজের কাছেই বেশি টাকা রাখবেন। অনেকেরই গোছানোর সময় খেয়াল থাকে না ব্যাগের ওজন কত হচ্ছে। এটা একদমই করবেন না। কতদিনের ট্যুর? কোথায় কোথায় যাবেন? এই বিষয়গুলো মাথায় রেখে যতটা কম সম্ভব লাগেজ নিন। যাতে আপনি সহজেই তা বইতে পারেন।

একা বেড়াতে গিয়ে লাগামছাড়া হবেন না। অনেকেই প্রচুর ঘুরতে চান, অনেক কিছু দেখতে চান। মনে রাখবেন, পৃথিবীতে কিছু জিনিস না দেখলেও চলবে। শরীরের গতিক বুঝেই যা করার করবেন। কোনও জায়গায় একা গেলে নিজের ওজন বুঝে চলুন। লোকজন বুঝে মেলামেশা করবেন। কার মনে কী থাকে বলা তো যায় না! যতটা পারবেন নিজের মতো থাকবেন। আর চোখে-মুখে আত্মবিশ্বাস রাখবেন। উদভ্রান্তের মতো চেহারা যেন না থাকে।

আত্মার অনুসন্ধানের যাচ্ছেন, নিজের মতো থাকবেন— সব ঠিক আছে। কিন্তু বাড়ির লোকজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে একেবারেই যোগাযোগ রাখবেন না এমনটা করবেন না। তারা যেন আপনার লোকেশন সম্পর্কে অবগত থাকেন। আর যেখানে-সেখানে ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করবেন না। এতে তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে। সন্ধ্যা নামার আগেই হোটেল, রিসোর্ট বা হোম স্টেতে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন।


ছবি - শাম্মি আক্তার

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.