অসুস্থ পৃথিবী
অসুস্থ পৃথিবী
সুমাইয়া রিমি
পৃথিবীটা শুধু রোজ হতে চায় সভ্য।
তবুও কি নির্মম আজ ভবিতব্য।
মানুষের যেন আজ নেই মনুষ্যত্ব।
হিংস্রতা বেড়ে গেছে,বাড়ছে পশুত্ব।
জগৎ জুড়েই দেখি মেকি মানুষের ভীড়।
ওত পেতে আছে সব ছুড়বে কে আগে তীর।
চারিদিকে তাকালেই ভাইজর্ড মানুষ সব।
মুখে শুধু ফাঁকা বুলি, কন্ঠেতে কলরব।
আসল নকল তাই, চেনা যেন বড় দায়।
মুখোশের আড়ালেতে, হিংস্রতা ঢেকে যায়।
বসুধার বুকে আজ শুকুনেরা গান গায়।
সুযোগ পেলেই তারা সরলতা বেঁচে খায়।
মিছে মানুষের ভীড়ে মন বেচাকেনা হয়।
দিনশেষে ফিরে দেখি ভালোবাসা হয় ক্ষয়।
জানা হয়ে গেলে সব, প্রিয় হয় প্রাক্তন।
প্রিয়দের তালিকাটা হয় পরিবর্তন।
চেনা মুখ চেনা সব ভরসার কাধটা।
সময়ের ব্যবধান কেড়ে নেয় সবটা।
বানোয়াট গল্পেই ভরে গেছে দেশটা।
সূচনাটা এভাবেই, বাকি আছে শেষটা।
No comments