সবার নজর ভোটে
প্রচার শেষ হয়েছে গতকাল শুক্রবার রাতে। শেষ সময়ের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত প্রার্থী ও তাঁদের কর্মীরা। একটিমাত্র রাত পোহানোর অপেক্ষা। আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের কর্মী-সমর্থক, সাধারণ মানুষসহ সবার নজর এখন ভোটের দিকে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি দল অংশ নিচ্ছে এই নির্বাচনে। তবে এই নির্বাচন আসেনি আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং এর সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। এতে নির্বাচন নিয়ে শুরু থেকে দেশি-বিদেশি বিভিন্ন সমালোচনা এখনো চলছে। নির্বাচনকে ‘একতরফা’ ও ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালেরও ডাক দিয়েছে বিএনপি। অর্থাৎ এই হরতালের মধ্যেই কাল চলবে ভোট গ্রহণ।
অবশ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে ইসি। এদিকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমালোচনার জবাব দিতে চান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট গ্রহণ করা হবে। একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার ভোটকেন্দ্র প্রায় ৪০ হাজার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ৯৭০ জন। তাঁদের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। ইসির তথ্যমতে, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ২৮৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments