চায়ের লিকার ত্বকে লাগালে কী হয় ?
ত্বক ভালো রাখতে চাইলে নিয়মিত পরিষ্কার করার বিকল্প নেই। মুখ পরিষ্কার করার জন্য পানির পাশাপাশি ব্যবহার করতে পারেন চায়ের লিকার। চায়ের প্রাকৃতিক উপকারিতাগুলো কাজে লাগানোর মাধ্যমে পেতে পারেন সতেজ ও উজ্জ্বল ত্বক। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বককে পুনরুজ্জীবিত করে। জেনে নিন চায়ের লিকার ত্বকে লাগালে কোন কোন উপকারিতা মিলবে।
চা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা ফ্রি র্যাডিকেলগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ত্বক করে স্বাস্থ্যোজ্জ্বল এবং দীপ্তিময়।
ত্বককে প্রশমিত করতে পারে চা। এটি সংবেদনশীল বা ব্রণ আছে এমন ত্বকের জন্য চমৎকার।
চায়ের লিকার দিয়ে মুখ ধুয়ে ত্বকের লাল ভাব কমে।
ত্বকে প্রাকৃতিক সতেজতা নিয়ে আসে চায়ের লিকার।
ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন চায়ের লিকার ?
শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প
১। আপনার ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত চা নির্বাচন করুন। গ্রিন টি তার অ্যান্টিঅক্সিডেন্টগুলোর জন্য উপকারী। কালো চা এর অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য এবং ক্যামোমাইল এর প্রশান্তিদায়ক প্রভাবগুলোর জন্য পরিচিত। পেপারমিন্ট বা ল্যাভেন্ডারের মতো ভেষজ চা-ও আপনার ত্বকের নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে দুর্দান্ত পছন্দ হতে পারে।
২। পানি গরম করে পছন্দসই টি ব্যাগ বা আলগা চা পাতা ভিজিয়ে রাখুন। মুখ ধোয়ার আগে কিছুটা ঠান্ডা হতে দিন। আরামদায়ক তাপমাত্রাযর ঠান্ডা হলে তবেই ধুয়ে নিন ত্বক।
৩। হাতের কাছে একটি পরিষ্কার ওয়াশক্লথ, একটি বাটি এবং একটি হালকা ক্লিনজার রাখুন।
৪। ত্বক থেকে মেকআপ বা ময়লা দূর করতে একটি মৃদু ক্লিনজার ব্যবহার করুন। তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে নিন।
৫। তৈরি চায়ে ওয়াশক্লথ ডুবিয়ে রাখুন। আলতো করে নিংড়ে অতিরিক্ত লিকার বের করে নিন।
৬। ভেজানো ওয়াশক্লথ দিয়ে আলতো করে মুখের উপর চাপ দিন।
৭। চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী উপাদানগুলোকে আপনার ত্বকে প্রবেশ করতে দিন। চায়ে পলিফেনল রয়েছে যা প্রদাহকে প্রশমিত করতে, লালভাব কমাতে এবং ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
৮। মৃদু, বৃত্তাকার গতিতে ত্বক ম্যাসাজ করুন। এটি রক্ত সঞ্চালনকে উৎসাহিত করে।
৯। কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
১০। একটি পরিষ্কার তোয়ালে দিয়ে ত্বক মুছে নিন। হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করুন ত্বকে।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments