Adsterra

নির্মাতার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী নাজিফা তুষি

নির্মাতার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী নাজিফা তুষি, Today Trending News, Today Viral News, Top News, Hot News


সামাজিক মাধ্যমে প্রতিনিয়তই নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। সেখানে বিভিন্ন ভঙ্গিতে মেলে ধরছেন নিজেকে। ফটোক্রেডিটে লিখছেন, নিরাকার। তা দেখে অনেকের প্রশ্ন, অভিনেত্রীর ফটোগ্রাফার কে এই নিরাকার? এক ঘনিষ্ঠ সুত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে এই নিরাকার হচ্ছেন নাজিফার প্রেমিক। তিনি আর কেউ নন, ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন।


তবে কী আসলেই সুমনের সঙ্গে প্রেম করছেন তুষি? জানতে চাইলে সংবাদমাধ্যমের কাছে অস্বীকার করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘হাস্যকর। ভুল ভাবছেন।’ তবে সঠিক ভাবনা কি হতে পারে, তেমন কোনও দিকনির্দেশনা দেননি তুষি। পাল্টা প্রশ্ন ছিল, তাহলে কে এই নিরাকার? জবাবে তুষি বললেন, ‘আমার ভাই’!


এদিকে সূত্রের কথায়, অনেক দিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তুষি ও সুমন। ব্যক্তিগত সম্পর্ককে একান্ত নিজেদের মধ্যে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা। তাই বিষয়টি সামনে আনতে চাইছেন না তারা।


তবে তুষি অস্বীকার করলেও আলামতে মিলেছে সুমনের চেহারার ছাপ। গত ২৮ ডিসেম্বর ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশ করেন তুষি। বোঝা যাচ্ছে ছবিগুলো কোনো প্রমোদতরীতে তোলা। তরীর লুকিং গ্লাসে দেখা মিলেছে ফটোগ্রাফারের। জুম করলে মেজবাউর রহমান সুমনের মতোই লাগছে।


সূত্রও বলছে, ছবিগুলো অনেকটা ভুল করেই আপলোড করেছেন তুষি। লুকিং গ্লাসে যে ফটোগ্রাফারকে দেখা যায়, সেটি খেয়াল না করার ফসল এটি।


তুষির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’। জানা গেছে, এ ছবি করতে গিয়েই সুমনের সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রচলিত আছে এর আগে শরিফুল রাজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার।

No comments

Powered by Blogger.