Adsterra

ইসরায়েল লেবাননে হামলা করলে হিজবুল্লাহ বসে থাকবে না, নাসরাল্লাহর হুঁশিয়ারি


ইসরায়েল লেবাননে হামলা করলে হিজবুল্লাহ বসে থাকবে না, নাসরাল্লাহর হুঁশিয়ারি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Hot News

লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলাকে ‘একটি বড় এবং বিপজ্জনক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেছেন, হিজবুল্লাহ চুপ থাকবে না। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।


গতকাল বুধবার সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান। গত মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় সালেহ আল-আরৌরি নিহত হওয়ায় হামাসের প্রতি সমবেদনা জানিয়েছেন হাসান নাসরাল্লাহ। তিনি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধ শুরু করতে চায় তবে হিজবুল্লাহও আক্রমণের ক্ষেত্রে কোনো সীমা-পরিসীমা কিংবা নিয়ম মানবে না।


তিনি বলেন, ‘শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তবে আমরাও নিয়ম, সীমা এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা ভুলে লড়ব। আমরা যুদ্ধের ব্যাপারে ভীত নই। এই মুহূর্তে আমরা অনেক কিছু হিসেব করে ফ্রন্টলাইনে লড়ছি। যারাই আমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা ভাববে, এক কথায়, তাদের আফসোস করতে হবে।’


ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যার চার বছর স্মরণে নাসরাল্লাহ এ বক্তব্য রাখেন। জেনারেল কাসেম সোলেইমানির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


হাসান নাসরাল্লাহর মতে, এই বিস্ফোরণে কয়েক ডজন মানুষকে ‘লক্ষ্যবস্তু’ বানানো হয়েছে। এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন ইরানের কর্মকর্তারা।

শাহরিয়ার সোহাগ এর  নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প

কাসেম সোলেইমানির স্মরণ অনুষ্ঠানে নিহত ১০০ ছাড়িয়ে গেছেকাসেম সোলেইমানির স্মরণ অনুষ্ঠানে নিহত ১০০ ছাড়িয়ে গেছে

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি ছিল হাসান নাসরাল্লাহর তৃতীয় ভাষণ। ৩ নভেম্বর তার দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ভাষণে নাসরাল্লাহ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন যে, আঞ্চলিক সংঘাত প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ করা।


প্রায় এক সপ্তাহ পরে দেওয়া দ্বিতীয় ভাষণে তিনি বলেছিলেন যে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্টলাইনে হিজবুল্লাহ সক্রিয় থাকবে। গতকালের ভাষণে হাসান নাসরাল্লাহ বলেন, লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে আগামী ৫ জানুয়ারি আরও বিস্তারিত কথা বলবেন তিনি।


হামাসের উপপ্রধানকে হত্যা, ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা হিজবুল্লাহরহামাসের উপপ্রধানকে হত্যা, ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

মঙ্গলবার বৈরুতের দক্ষিণের শহরতলি দাহিয়েহে আইডিএফের আঘাত সম্পর্কে বিশ্লেষকেরা বলেছেন যে, হিজবুল্লাহর প্রধান দুর্গেও যে তারা হামলা করতে পারে সে বার্তাই দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। আইডিএফ ও হিজবুল্লাহর মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্তে বিগত প্রায় তিন মাস ধরে নিয়মিত হামলা-পাল্টা হামলার পর বৈরুতে এটিই ছিল প্রথম আক্রমণ।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.