নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পেলেন যেসব মন্ত্রণালয়
দ্বাদশ সংসদে নির্বাচিত ৩৬ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণের পর ২৫ জন পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
ঘোষণা অনুযায়ী দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় এসেছেন ১৪ জন নতুন মুখ। এদের মধ্যে ৭ জন পূর্ণমন্ত্রী আর ৭ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
নতুন মন্ত্রীরা পেলেন যে মন্ত্রণালয়:
১. মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪): কৃষি মন্ত্রণালয়
২. র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩): গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
৩. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১): মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
৪. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯): পরিকল্পনা মন্ত্রণালয়
৫. মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২): রেলপথ মন্ত্রণালয়
৬. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৭. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নতুন প্রতিমন্ত্রীরা পেলেন যে মন্ত্রণালয়:
১. সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
২. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
৩. মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
৪. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
৫. রুমানা আলী (গাজীপুর-৩): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
৬. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২): প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৭. আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬): বাণিজ্য মন্ত্রণালয়
এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুমোদনের পর মন্ত্রিসভা গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
No comments